বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১ ০০:০০ টা

মহাসড়কে ধান মহাল, ভোগান্তিতে পথচারী

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

মহাসড়কে ধান মহাল, ভোগান্তিতে পথচারী

যুগ যুগ ধরে ময়মনসিংহের ফুলপুর পয়ারী রোডে, তারাকান্দা ও হালুয়াঘাট বাজারে, ধারা বাজারে ও  নাগলা বাজারে মহাসড়কের ওপর ধান মহাল চলে আসছে। ফলে প্রতিনিয়ত জ্যামের সৃষ্টি হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা। হালুয়াঘাটের রাকিবুল ইসলাম নামে এক পথচারী বলেন, ধারা বাজারে মহাসড়কের ওপর ধান মহাল থাকায় মাত্র ২০০ গজ জায়গা পার হতে আমার সময় লাগছে এক ঘণ্টা। নড়াইল কান্দাপাড়া গ্রামের বারেক বলেন, ‘ধারা বাজারে প্রায় প্রত্যেক দিনই জ্যাম থাকে। ধানের সিজন আইলে তো পায়ে আইট্যাও যাওন যায় না।’ ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ মো. আবদুল খালেক বলেন, তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের উভয় পাশে ধানের মোকাম থাকায় ঘণ্টার পর ঘণ্টা ওখানে যানজট লেগে থাকে। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। হালুয়াঘাট উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম বলেন, মহাসড়কের ওপর ধান মহাল থাকায় মানুষের ভোগান্তি এখন চরমে। আমি জেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে বিষয়টি উত্থাপন করে হালুয়াঘাট বাজার, ধারা বাজার ও নাগলা বাজারে ট্রাফিক পুলিশ নিয়োগের জন্য সুপারিশ করেছিলাম কিন্তু আজও এর কোনো সুরাহা হয়নি। এ ব্যাপারে তারাকান্দার ইউএনও মিজাবে রহমত বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর