শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনের খবর

অপসারণ হলো ময়লার ভাগাড়

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

অপসারণ হলো ময়লার ভাগাড়

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রবেশ মুখে প্রায় ২০ বছর ধরে জমে থাকা সেই ময়লার ভাগাড় অবশেষে অপসারণ করা হয়েছে। দীর্ঘদিনে উৎকট দুর্গন্ধ ও বিশ্রী পরিবেশ থেকে মুক্তি পেয়েছেন স্থানীয় জনসাধারণ ও পথচারীরা। এ ময়লার ভাগাড় অপসারণ নিয়ে দীর্ঘ দেড় বছর তোড়জোড় করে স্থানীয় প্রশাসন। কিন্তু ময়লা অপসারণ হয়নি আর। পরে গেল ২৭ ফেব্রুয়ারি এ নিয়ে ‘বাংলাদেশ প্রতিদিন’-এর ‘তোড়জোড়ে দেড় বছর পার, তবুও অপসারণ হয়নি ময়লার ভাগাড়! শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। ফলে নতুন করে শুরু হয় ময়লা অপসারণের উদ্যোগ। সম্প্রতি গণমাধ্যমকর্মীরা বিষয়টি উপজেলার নবাগত ইউএনওর নজরে আনলে, গত ২২ মে দুপুরে তিনি নিজে উপস্থিত থেকে সেই ময়লার স্তূপ অপসারণ করান। এ সময় এস্ককাভেটর মেশিন দিয়ে ৪৫ ট্রাক ময়লা অপসারণ করা হয়। এগুলো ফেলা হয় পৌর এলাকার বাইপাস রোড সংলগ্ন ডাম্পিংয়ের নির্ধারিত স্থানে। প্রসঙ্গত, উপজেলা পরিষদের প্রবেশ পথ ও হাজী মফিজ আলী বালিকা স্কুল অ্যান্ড কলেজের সামনের ফাঁকা জায়গায় দীর্ঘদিন থেকে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ ফেলছিলেন স্থানীয় বাসিন্দারা। এতে ওই এলাকার পরিবেশ দূষণ ও জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছিল। স্থানীয় প্রশাসন বছর বছর তা অপসারণে সভা-সমাবেশ করে নানা উদ্যোগ নিলেও আলোর মুখ দেখেনি তা। অবশেষে নিজ উদ্যোগে তা অপসারণ করার ইউএনও। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাশ গণমাধ্যকর্মীদের জানান, স্কুলের সামনে ময়লা রাখা হলেও কেউ যেমন বাধা দেয়নি, তেমনি পরিষ্কারও করেনি কেউ। এখন থেকে নির্দিষ্ট জায়গায় ময়লা-আবর্জনা ফেলতে হবে। যত্রতত্র ময়লা রেখে পরিবেশবিরোধী কাজ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর