শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১ ০০:০০ টা

দ্বিতীয় ডোজের টিকার জন্য অপেক্ষা করতে হবে ৭ হাজার ১৫১ জনকে

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে করোনা ভ্যাকসিনের দি¦তীয় ডোজের টিকা পাবেন আর মাত্র ১ হাজার ১৫১ জন। টিকার মজুদ আছে ১০০ ভায়াল। যা থেকে আর ১ হাজার মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে। দ্বিতীয় ডোজের ১০০ ভায়াল শেষ হলে দ্বিতীয় ডোজের টিকার জন্য অপেক্ষা করতে হবে ৭ হাজার ১৫১ জনকে। জয়পুরহাটে প্রথম ডোজের জন্য বেজিস্ট্রেশন করে ছিলেন ৩৭ হাজার ৪৫৪ জন। প্রথম ডোজ নিয়েছেন ৩২ হাজার ৪৫৫ জন। গত ৫ এপ্রিল থেকে প্রথম ডোজের টিকা  দেওয়া বন্ধ রয়েছে। দ্বিতীয় ডোজের টিকা চলতি সপ্তাহে শেষ হবে বলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে।  জয়পুহাট জেলায় করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নেন ২৪ মে পর্যন্ত ২৫ হাজার ৩০৪ জন। সদর উপজেলায় প্রথম ডোজ নেন ১৩ হাজার ৭৮ জন, দ্বিতীয় ডোজ ১০ হাজার ৭৪৪ জন। পাঁচবিবিতে প্রথম ডোজ নেন ৭ হাজার ৬৫২ জন, দ্বিতীয় ডোজ ৫ হাজার ৫৭২ জন। আক্কেলপুরে প্রথম ডোজ নেন ৩ হাজার ৭৩৯ জন, দ্বিতীয় ডোজ ২ হাজার ৭০১ জন। ক্ষেতলালে প্রথম ডোজ নেন ২ হাজার ৯৭১ জন, দ্বিতীয় ডোজ ২ হাজার তিনজন। কালাই উপজেলায় প্রথম ডোজ নেন ৫ হাজার ১৫ জন এবং দ্বিতীয় ডোজ ৩ হাজার ২৮৪ জন। জেলায় দ্বিতীয় ডোজের টিকা শুরু হয় গত ৮ এপ্রিল থেকে। সূত্রে জানা গেছে প্রতিদিন গড়ে প্রায় ৩০০ নারী পুরুষ টিকা নিচ্ছেন। জেলায় প্রাপ্ত ভায়াল ২ হাজার ৬৯৫।

সর্বশেষ খবর