বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১ ০০:০০ টা

বসতঘর উদ্ধারে ৯৯৯-এ ফোন

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজ বসত ঘর উদ্ধারে ৯৯৯-এ ফোন। পরে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাটি ঘটেছে উপজেলার স্থানীয় গয়েশপুর গ্রামে। গতকাল সকালে ওই গ্রামে মোশাররফ হোসেনের বসত ঘর কয়েক ব্যক্তি ভেঙে মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ সময় মোশাররফ স্ত্রী সহপরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। বাড়ির নিকটআত্মীয়রা তাকে বিষয়টি অবহিত করলে মোশাররফ তাৎক্ষণিক ৯৯৯ ফোন দিয়ে ঘর উদ্ধারে প্রশাসনের কাছে সাহায্য চান। ঘটনার পর এসআই জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করলেও নিখোঁজ হওয়া ঘরটি উদ্ধার করতে পারেনি। এ বিষয়ে গতকাল দুপুরে মোশাররফ হোসেনের স্ত্রী তাকিয়া সুলতানা বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। মামলার বাদী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে কয়েক ব্যক্তি আমার স্বামীকে বিভিন্ন ভাবে ভয়-ভীতি প্রদর্শন করে আসছে। আমরা তাদের ভয়ে বাড়িতে আসতে না পারার একপর্যায়ে মামলায় কয়েক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি গণমাধ্যমকে অবহিত করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর