বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১ ০০:০০ টা

বোরোর ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে হাসি

দিনাজপুর প্রতিনিধি

বোরোর ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে হাসি

আবহাওয়া অনুকূলে থাকায় খাদ্যশস্যের ভান্ডার দিনাজপুরে এবারও বোরো ধানের ফলন ভালো হয়েছে। কৃষক উৎসবমুখর পরিবেশে ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। এ পর্যন্ত ৮৮% ধান কাটা-মাড়াই হয়েছে। কিন্তু অসময়ের ঝড় ও বৃষ্টিপাতে খেতে ধান শুয়ে পড়েছিল। ভেজা ধান কিনতে ক্রেতারা আগ্রহী ছিল না। তাই কম দামে কৃষক ধান বিক্রি করেছেন। কিন্তু প্রচ- দাবদাহে ধানের বাজার দিন দিন বৃদ্ধি পাওয়ায় কৃষক খুশি। ঝড় ও বৃষ্টিতে ফলন কিছুটা কম হলেও ভালো দাম পাওয়ায় সমস্যা কাটিয়ে উঠেছেন। এবারও ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। জেলায় হাইব্রিড ও উফশী জাতের ধান চাষ হয়েছে। উফশী জাতের মধ্যে ব্রি-২৮, ২৯, ৫৮, মিনিকেট, সম্পা কাঠারী, বগুড়া সম্পা, জামাই কাঠারী, সোনামুখী, নানিয়া, কোটরা পারী ও বিয়ার-১৬। হাইব্রিড ধানের মধ্যে তেজ গোল্ড, হীরা-২, ব্র্যাক (রুপালি)। গতকাল বাজার ঘুরে দেখা গেছে, মোটা ধানের বস্তা ১৭০০ থেকে ১৯০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কিছুদিন আগে যা ছিল ১৩০০ থেকে ১৪৫০ টাকা। কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, এবার দিনাজপুর ১ লাখ ৭১ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ হয়েছে। এর মধ্যে হাইব্রিড ২৫ হাজার ১০৬ হেক্টর আর উফশী ১ লাখ ৪৬ হাজার ৩০০ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে উফশী ধান ৯ লাখ ৩০ হাজার ৪৬৮ আর হাইব্রিড ১ লাখ ৮১ হাজার ১০০ মেট্রিক টন। সদরের শেখপুরা ইউনিয়নের কিষান বাজারে ধান বিক্রি করতে আসা কৃষক মো. রফিকুল বলেন, ‘অসময়ে বৃষ্টি হওয়ায় ফলন কিছুটা কম হলেও বাজারে ধানের দাম আশানুরূপ পাওয়া যাচ্ছে। রবিবার হাটে মণপ্রতি ৯০০ টাকা দরে ধান বিক্রি করেছি।’

সর্বশেষ খবর