বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১ ০০:০০ টা

কিশোর গ্যাং লিডারকে ছিনিয়ে নিল সহযোগীরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর ও ছুরিকাঘাত করার অভিযোগে কিশোর গ্যাংয়ের হোতা সন্ত্রাসী ইভনকে আটকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। খবর পেয়ে এলাকাবাসীকে অস্ত্রসহ ধাওয়া করে সহযোগীরা ইভনকে ছাড়িয়ে নিয়ে যায়। গতকাল সকালে ফতুল্লার ইসদাইর বুড়ির  দোকান এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কিশোর সন্ত্রাসী ইভন ইসদাইর এলাকার আজম বাবু ওরফে জামাই বাবুর  ছেলে। ইভনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় আলোচিত ফুটবলার রাসেল হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। প্রত্যক্ষদর্শী হোসেন আলী জানান, গতকাল সকালে ইভন কয়েকজন সহযোগীকে নিয়ে একজন কিশোরকে মারধর করছিল। তখন গনি মোল্লা নামে এক বৃদ্ধ প্রতিবাদ করেন। কিশোরকে ছেড়ে দিতে ইভনকে অনুরোধ করেন। তখন ইভন ওই কিশোরকে ছেড়ে দিয়ে বৃদ্ধ গনি মোল্লাকে মারধর করতে ফুঁসে ওঠে।

পরে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। এ সময় গনি মোল্লার ছোট ছেলে হানিফ ও তার বন্ধু রুবেল এগিয়ে এসে ইভনকে থামতে বলেন। এতে ইভন আরও ক্ষিপ্ত হয়ে হানিফ ও রুবেলকে মারধর করতে থাকে। এক পর্যায়ে রুবেলের বাম পায়ে ছুরিকাঘাত করে। ঘুষি দিয়ে তিনটি দাঁত ফেলে দেয়। এসময় তাদের ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ইভন ও তার এক সহযোগীকে গণধোলাই দেয়। তখন খবর পেয়ে ইভনের সহযোগীরা দেশীয় অস্ত্র হাতে এলাকাবাসীকে ধাওয়া করে। তখন এলাকাবাসী দূরে চলে গেলে ইভন ও তার সহযোগীকে উদ্ধার করে নিয়ে যায় তারা। আহত রুবেলকে শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়েছে। এলাকাবাসী জানান, প্রতিদিনই কাউকে না কাউকে মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে ইভন। এলাকায় কেউ শান্তিমতো ব্যবসা বাণিজ্যও করতে পারেনা তার জন্য। থানায় অভিযোগ করেও কোন সুফল পায়না ভুক্তভোগিরা। ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, এ বিষয়ে কেউ থানায় এখনো অভিযোগ করেনি।

সর্বশেষ খবর