শুক্রবার, ২৮ মে, ২০২১ ০০:০০ টা

ছেলেকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বাবার

পঞ্চগড় প্রতিনিধি

নয় বছর আগে রাজধানীর তেজগাঁও থেকে ২৪ বছর বয়সে গুমের শিকার ছেলে ইমাম হাসান বাদলকে ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বাবা রুহুল আমিন। গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দাও আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে গতকাল পঞ্চগড় প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধনে এই আকুতি জানান তিনি। হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক, পঞ্চগড়ের আয়োজনে মানববন্ধনে মানবাধীকারকর্মী, গণমাধ্যমকর্মী ও গুমের শিকার ইমাম হাসান বাদলের পরিবারের সদস্যরা অংশ নেয়।

বাদলের বাবা ও পঞ্চগড়ের রাজনগর মহল্লার রুহুল আমিন বলেন, তার ছেলে বাদল ঢাকার একটি শাটার ও জানালার গ্রিল তৈরির কারখানায় কাজ করত। ২০১২ সালের ৫ মার্চ ফার্মগেট এলাকার আনোয়ারা পার্ক থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়।

এরপর থেকে বাদলের সন্ধ্যান মেলেনি।

 

সর্বশেষ খবর