মঙ্গলবার, ১ জুন, ২০২১ ০০:০০ টা

বাঁধ প্রকল্প পাসের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি

১ এপ্রিল অনুষ্ঠিতব্য একনেক মিটিং-এ লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর বাঁচাতে নদী বাঁধ প্রকল্প পাসের দাবি নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রামগতি ও কমলনগর বাঁচাও মঞ্চ এর ব্যানারে স্থানীয় মাতব্বর হাট এলাকায় এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা দাবি করেন, মেঘনার ভয়াবহ ভাঙনে প্রতিনিয়ত গৃহহীন হয়ে পড়ছে শত শত মানুষ। বিস্তীর্ণ এলাকার ফসলি জমি, সরকারি-বেসরকারি বহু স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে নিঃস্ব হয়ে পড়েছে এ দুই উপজেলার লাখো মানুষ। এখনো মেঘনার ভাঙন অব্যাহত রয়েছে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে জোয়ারের পানিতে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। এসময় নিম্নাঞ্চলের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করেন। ইয়াসেও ব্যাপক প্রভাব পড়েছে এ উপকূলে।

 এ দুই উপজেলার মেঘনার তীর এলাকার ৩১ কিলোমিটারে কোনো বাঁধ না থাকায় এমন পরিস্থিতিতে পড়তে হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। তারা টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান। এদিকে সদরের চররমনী মোহন ইউনিয়ন ও রায়পুরের কয়েকটি ইউনিয়নে মেঘনার ভাঙনে ক্ষতিগ্রস্ত হন নদী তীরবর্তী বাসিন্দারা। তারাও একই দাবি জানান। এদিকে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের মেঘনার ভাঙন রোধে ৩ হাজার ৯০ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। একনেক সভায় অনুমোদন পেলেই টেকসই বাঁধ নির্মাণের কাজ শুরু হবে বলে জানান লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ।

সর্বশেষ খবর