মঙ্গলবার, ১ জুন, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

শহীদ রফিকের নামে মুক্ত মঞ্চ  

মানিকগঞ্জের সিংগাইরে ভাষা আন্দোলনের শহীদ রফিক উদ্দিন আহমেদের বাড়ির সামনে আবাসন প্রকল্প বাতিল করা হয়েছে। সেখানে প্রতিষ্ঠা করা হবে ভাষাশহীদ রফিকের নামে মুক্ত মঞ্চ। গতকাল বিকালে রফিক নগরে প্রস্তাবিত মুক্ত মঞ্চ তৈরির স্থান পরিদর্শন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। উপস্থিত ছিলেন সিংগাইরের ইউএনও সাবিনা ইয়াসমিন, শহীদ রফিক পাঠাগারে জমিদাতা মফিজুল ইসলাম খান সোভা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুবুর রহমান লুডু, শহীদ রফিকের ভাই খোরশেদ আলম প্রমুখ।         -মানিকগঞ্জ প্রতিনিধি

 

হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

নরসিংদী শহরের একটি আবাসিক হোটেল থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকালে শহরের বাজির মোড়ের নিরালা আবাসিক হোটেলের নিচতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হোটেলের রেজিস্টারে নিহতের নাম রেহেনা আক্তার (৩০) এবং বাড়ি নরসিংদীর ডেউকাডি গ্রামের আবু তাহেরের মেয়ে উল্লেখ করা হয়েছে। নরসিংদী সদর মডেল থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। -নরসিংদী প্রতিনিধি

 

ডাকাতের কবলে সাংবাদিক

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ডাকাতের কবলে পড়েছেন। রবিবার রাতে দাবুর পুড়া এলাকায়  এ ঘটনা ঘটে। সাংবাদিক মজিবুর রহমান জানান, পেশাগত দায়িত্ব পালন শেষে তিনি রাত সাড়ে ১১টার দিকে আড়াইহাজার থেকে অটোরিকশা দিয়ে পাঁচানি যাচ্ছিলেন। পথে ৮/১০ জনের একদল ডাকাত অটোর গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে তিনিসহ অন্য পাঁচ যাত্রীর কাছ থেকেও টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।-আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর