মঙ্গলবার, ১ জুন, ২০২১ ০০:০০ টা

অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গণকবর থেকে বরমতাইড় মসজিদ পর্যন্ত ৭০০ মিটার যমুনা নদীভাঙন প্রতিরোধ কাজে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে এর প্রতিকার চেয়ে গতকাল মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃষ্টিসহ বৈরী আবহাওয়ার মধ্যে শত শত মানুষ ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে যমুনা নদীর তীরে বিক্ষোভ ও মানববন্ধন করেন। তারা পানি উন্নয়ন বোর্ড ও প্রকল্প কাজে নিয়োজিত ঠিকাদারের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ জানিয়ে তদন্ত দাবি করেন। এ মানববন্ধন কর্মসূচিতে কয়েকশ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ফুলছড়ি গণকবর থেকে বরমতাইড় মসজিদ পর্যন্ত ৭শ মিটার নদীভাঙন প্রতিরোধ কাজে পানি উন্নয়ন বোর্ডের আওতায় ৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের কাজ শুরু হয় ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর। আগামী ৩০ জুন এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। কিন্তু এ পর্যন্ত অত্যন্ত নিচু মানের কাজ হয়েছে মাত্র ২শ মিটারের। ফলে যমুনার ভাঙনের মুখে পড়েছে গণকবর, সরকারি কলেজ, সিনিয়র আলিম মাদরাসা, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন স্থাপনা ও দরিদ্র জনগোষ্ঠীর বাড়িঘর।

সর্বশেষ খবর