বুধবার, ২ জুন, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

ছেলে হত্যায় অভিযুক্ত মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যায় অভিযুক্ত মা নাসরীন আক্তারের (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নরসিংদী শহরের ‘নিরালা’ নামে আবাসিক হোটেল থেকে সোমবার বিকালে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তার ছেলে হলেন সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকার নাজমুস সাকিব নাবিল। এদিকে নাবিল হত্যার ঘটনায় তার মায়ের বিরুদ্ধে মামলা করেছেন বাবা। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, রবিবার রাতে নাবিলের বাবা বাসায় ফিরে ঘরের দরজায় তালা দেখতে পান। নিজের কাছে থাকা চাবি দিয়ে তালা খুলে ঘরে ঢুকে নাবিলকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন নাসরীন। মামলায় উল্লেখ করা হয়, নাসরীন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, সন্তানকে হত্যা করে পালিয়ে গেছেন তিনি। নাসরীনকে যে হোটেল থেকে উদ্ধার করা হয়েছে ওই হোটেল কর্তৃপক্ষ বলেছেন, রবিবার সন্ধ্যায় নাসরীন আক্তার একাই হোটেলে রাতযাপন করতে আসেন। ওই সময় তিনি জানিয়েছেন, গাজীপুর থেকে এসেছেন। -সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

কাদের মির্জাপন্থিদের গুলিবিদ্ধ হওয়ার মামলায় আসামি ১০৫

নোয়াখালীর বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জাপন্থিদের গুলিবিদ্ধ করার ঘটনায় ১০৫ জনকে আসামি করে মঙ্গলবার আদালতে মামলা হয়েছে। এদের মধ্যে নামোল্লেখ করা হয় সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ ৮৫ জনের এবং অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী শংকর চন্দ্র ভৌমিক জানান, বেলা ১২টায় নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসলেহ উদ্দিন মিজানের ২ নম্বর আমলি আদালতে মামলাটির ওপর শুনানি শেষে বিচারক পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) কে তদন্তভার দেন। মামলার বাদী কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের দেলোয়ার হোসেন সুজন।     -নোয়াখালী প্রতিনিধি

রিকশাচালকের চিরকুটে উন্মোচন অজ্ঞাত লাশ উদ্ধারের রহস্য

গাজীপুরে মহাসড়ক থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধারের ১৩ দিন পর গতকাল ঘটনার রহস্য উন্মোচন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ ঘটনায় জড়িত কাভার্ডভ্যানচালক ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলো- কুমিল্লার চৌদ্দগ্রামের রাশেদ মিয়া ও লক্ষ্মীপুরের রামগঞ্জের জাবেদ হোসেন। জিএমপির গাছা থানার এসআই রাশেদুর রহমান জানান, গত ১৯ মে ভোরে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ গাছা থানায় হত্যা মামলা করে। এসআই জানান, ঘটনার রাতে কাভার্ডভ্যানটি ঢাকায় যাওয়ার পথে ওই ব্যক্তি পিছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে লাশ গাড়ির নিচ থেকে বের করে সড়কের পাশে রেখে ট্রাক নিয়ে চালক ও হেলপার পালিয়ে যায়। রিকশাচালক মুন্না এ ঘটনা দেখে কাভার্ডভ্যানটির নম্বর চিরকুটে লিখে পাশের দোকানে রাখে যান। যা পরে তদন্ত কর্মকর্তাকে দেন।    -গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর