বুধবার, ২ জুন, ২০২১ ০০:০০ টা

অবহেলায় নবজাতকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নার্সের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার রাতে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার বিকালে মেহেরপুর মায়ের হাসি ক্লিনিকে বৃষ্টি নামে এক নারীর পুত্র সন্তান জন্ম হয়। নবজাতকটি অসুস্থ থাকায় হাসপাতালে ভর্তি পর তার মৃত্যু হয়।

পরামশ দেন। পরে বিকাল সাড়ে পাঁচটার দিকে হাসপাতালে ভর্তি করলে নবজাতকটি আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। এ সময় কর্তব্যরত নার্সদের কাছে গেলে বিষয়টি না দেখেই ইন্টারনেটে মগ্ন হন তারা। রাত আনুমানিক আটটার দিকে নবজাতকের মৃত্যু হয়। নবজাতকের নানা মো. হাসান বলেন, আমরা ডিউটিরত নার্স নাজমিন নাহার ও জান্নাতুল নাঈমের কাছে গেলে ওনারা বিষয়টি গুরুত্ব না দিয়ে উনারে মোবাইলে ইন্টারনেটে মগ্ন ছিলেন। নার্সদের কাছে আকুতি মিনতি করলে তারা বলেন বাচ্চা কি শুধু আপনাদেরই হয়েছে আরও অনেক বাচ্চা হাসপাতালে আছে বলে বকাঝকা করে তাদের তাড়িয়ে দেন। এসময় জেনারেল হাসপাতালে উত্তেজনার সৃষ্টি হলে সদর থানা পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মকলেসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দুই সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর