শিরোনাম
বুধবার, ২ জুন, ২০২১ ০০:০০ টা

পাঁচ রোহিঙ্গা ক্যাম্পে ছয় দিনের কঠোর লকডাউন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফের পাঁচটি রোহিঙ্গা শিবিরে ৬ জুন পর্যন্ত কঠোর লকডাউন দেওয়া হয়েছে। সেই সঙ্গে এ দুই উপজেলার অন্য শিবিরগুলোতে চলমান লকডাউন আরও ছয় দিন বাড়ানো হয়েছে। এর মধ্যে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২, ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডকে চিহ্নিত করে ‘রেড জোন’  ঘোষণা করা হয়েছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ ও টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেন। শাহ রেজওয়ান হায়াত বলেন, শরণার্থী শিবিরে কয়েক দিন ধরে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পাঁচটি শিবিরে কঠোর লকডাউনের পাশাপাশি ৩৪টি রোহিঙ্গা শরণার্থী শিবিরে আরও ছয় দিনের জন্য লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে।

সর্বশেষ খবর