বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১ ০০:০০ টা

মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে ৮০০ পরিবার

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অসহায়, দরিদ্র, ভূমিহীন পরিবারের জন্য ৮ ইউনিয়নে নির্মিত হচ্ছে আরও ৮০০ ঘর। উপজেলা প্রশাসনের গঠিত টাস্কফোর্সের কমিটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার তদারকিতে প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় এসব ঘরের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। জুনের দ্বিতীয় সপ্তাহে ঘরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে পরিবারগুলোকে। এতে নতুন ঘরে মাথা গোঁজার ঠাঁই হবে ৮০০ অসহায়, দরিদ্র, বিধবা ভূমিহীন পরিবার। এ জেলায় প্রথম ধাপে একটি উপজেলায় গৃহহীনদের ১৬৬টি ঘর দেওয়া হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নে প্রায় ৩০টি স্থানে সরকারি জমিতে দুই মাস আগে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ৮০০ ঘর নির্মাণকাজ শুরু হয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলার মোট ৩০টি স্থানের খাস জমিতে এসব গৃহ নির্মাণ কাজ প্রায় শেষের দিকে।

সর্বশেষ খবর