শিরোনাম
শুক্রবার, ৪ জুন, ২০২১ ০০:০০ টা

কেসিসির ইট দিয়ে ঘর তুলেছেন প্রভাবশালী!

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় রাতের আঁধারে সিটি করপোরেশনের (কেসিসি) নির্মাণাধীন সড়কের ইট চুরি করে রাতারাতি ঘর তুলেছেন নজু মল্লিক নামের এক প্রভাবশালী ব্যক্তি। গতকাল পুলিশ তার বাড়িতে চুরি হওয়া ৫০০ ইট, ১ হাজার ইটের খোয়া ও ৫ হাজার ইট দিয়ে তৈরি ঘরের খোঁজ পেয়েছে। এ ঘটনায় নজু মল্লিকসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলার বাদী সিটি করপোরেশনের এস্টেট অফিসার মো. নুরুজ্জামান তালুকদার বলেন, নগরীর ট্যাংক রোড থেকে সিটি করপোরেশনের কয়েক হাজার নতুন ইট চুরি হয়েছে। পরপর কয়েক রাতে এই চুরি করা হয়। বিষয়টি নিয়ে সন্দেহ হলে আশপাশে খোঁজ নিলে নজু মল্লিক নামের একজনের বাড়িতে ওই ইট দিয়ে ঘর তৈরির খবর পাওয়া যায়। এ ছাড়া আরও কয়েকজনের বাড়িতে ইটের খোঁজ পাওয়া যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সদর থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর