শুক্রবার, ৪ জুন, ২০২১ ০০:০০ টা

প্রণোদনা পেলেন ২৬ শিল্পোদ্যোক্তা

ফরিদপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ফরিদপুরের শিল্প উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৬ জন ক্ষতিগ্রস্ত শিল্প উদ্যোক্তাদের মাঝে এসব চেক বিতরণ করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার।

বিসিকের উপমহাব্যবস্থাপক মো. গোলাম হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়। অনুষ্ঠানে ২৬ জন শিল্প মালিকদের মাঝে ১ কোটি ৭১ লাখ টাকার চেক বিতরণ করা হয়। বিসিকের উপমহাব্যবস্থাপক মো. গোলাম হাফিজ জানান, বিসিক চেয়ারম্যানের নির্দেশনার মাধ্যমে ফরিদপুরে করোনাকালীন ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এ ঋণ বিতরণ করা হয়। মহামারীর কারণে সৃষ্ট আর্থিক ধাক্কা মোকাবেলা এবং দৈনদ্দিন ব্যবসার কাজ সুচারুরূপে পরিচালনার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত এই প্রণোদনা বড় ভুমিকা রাখবে। 

সর্বশেষ খবর