শুক্রবার, ৪ জুন, ২০২১ ০০:০০ টা

দখল হচ্ছে নাব্য হারানো নদ-নদী

আবদুল লতিফ লিটু, ঠাকুরগাঁও

দখল হচ্ছে নাব্য হারানো নদ-নদী

ঠাকুরগাঁও শহর অবস্থিত টাংগন নদীর তীরে। দীর্ঘদিন ধরে খনন না করায় টাংগনসহ জেলার নদ-নদী নাব্য হারিয়ে এখন মরাখালে পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে নাব্য হারানো এসব নদীর জমি যে যার মতো দখল করছেন। তাছাড়া নদীর বুকে বিভিন্ন স্থানে চলছে চাষাবাদ। জানা যায়, একসময় ঠাকুরগাঁওয়ের নদীগুলোতে সারা বছর পানির প্রবাহ থাকত। প্রবহমান এসব নদী দিন দিন ভরাট হয়ে যাচ্ছে। কোথাও কোথাও দেখা যায় পানির ক্ষীণ ধারা। জেলা প্রশাসনের তথ্যমতে, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, হরিপুর, রানীশংকৈল, বালিয়াডাঙ্গী ও সদর উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে টাংগন, শুক, নাগর ঢেপা, কুলিক, তীরনই, ভুল্লি, সেনুয়াসহ ছোট-বড় ১৩টি নদী। এসব নদীর প্রায় সবই এখন মরাখালে পরিণত হয়েছে। মরা নদীর জমিতে অবৈধ বসবাস, কলকারখানা নির্মাণ ও ধান চাষ করাই যেন স্থানীয়দের মূল লক্ষ্য হয়ে উঠেছে। এ অবস্থায় পরিবেশের ভারসাম্য ও খাদ্য ঘাটতি পূরণে মাছের উৎপাদন বন্ধ হয়ে গেছে। বেকার হয়ে পড়ছেন এখানকার জেলেরা। সদর উপজেলার জেলে দেবারু মোহাম্মদ জানান, একসময় নদীতে মাছ ধরে পরিবার-পরিজন নিয়ে ভালোভাবেই দিন কাটত। এখন নদীতে পানি না থাকায় মাছ ধরা বন্ধ হয়ে গেছে। দিন হাজিরা কাজ করে কোনোরকম দিন পার করছি। জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, আপাতত ১৩টি নদীর মধ্যে টাংগন ও শুক এই দুটির খনন কাজ শুরু হয়েছে। আশা করছি বাকিগুলোও খননের কাজ দ্রুত শুরু করার আবেদন জানানো হবে। সেনুয়া নদী দখলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই বিষয়টি নিয়ে একটু জটিলতা আছে।

সর্বশেষ খবর