শনিবার, ৫ জুন, ২০২১ ০০:০০ টা

সড়কে ১২ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

সড়কে ১২ প্রাণহানি

সড়ক দুর্ঘটনায় গতকাল ফরিদপুর, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, গাজীপুর, খুলনা, চট্টগ্রাম, হবিগঞ্জ ও নাটোরে তিতুমীর কালেজের ছাত্রীসহ ১২ জন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ফরিদপুর : কাশিয়ানীর ধুসর এলাকায় দুপুরে মাইক্রোবাস ও পিকআপভ্যান সংঘর্ষে উভয় গাড়ির চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন- এনআরবিসি ব্যাংকের মাইক্রোবাস চালক জাফর আহমেদ (৪০) ও পিকআপভ্যান চালক ইমরান হোসেন (৩০)। এদিকে, বিকালে শহরতলির কোমরপুর এলাকায় বিআরটিসি বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা হলেন প্রাইভেটকার চালক জাহিদ হোসেন (৪২) ও পথচারী ছবিরন নেসা (৫৫)।

ময়মনসিংহ : সকালে ভালুকার হাজির বাজার এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বিকল বাসে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন- ট্রাকচালক নড়াইলের ইয়াকুব মোল্লা (৩৩) ও বাসের যাত্রী জামালপুরের শফিকুল ইসলাম (৩৬)।

সিরাজগঞ্জ : উল্লাপাড়ায় ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী রফিকুল ইসলাম (২৮) নিহত হয়েছেন। সকালে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার জংলিপুর জোড়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

টঙ্গী (গাজীপুর) : টঙ্গী-কালিগঞ্জ সড়কের স্টেশন রোড এলাকায় ট্রাকচাপায় জেসমিন সুলতানা (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। জেসমনি কাপাসিয়ার বরুন এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী। এ ঘটনায় ট্রাকসহ এর চালককে আটক করেছে পুলিশ।

খুলনা : রূপসা সেতুর লবণচরা এলাকায় দুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মেহেরুন্নেছা শার্লী (২১) নামে ঢাকার তিতুমীর কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। শার্লী ফকিরহাট উপজেলার বাহিরদিয়া এলাকার মৃত মহিউজ্জামানের মেয়ে।

চট্টগ্রাম : বাঁশখালীর বাণীগ্রাম বাজারে দুপুরে ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। নিহত সোহাগ বেগম (৩০) মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের মৃত নাজির আহমেদের মেয়ে। দুর্ঘটনায় তার ছেলে আল আমিন (১০) আহত হয়েছে।

হবিগঞ্জ : লাখাই উপজেলায় বামৈ তিনপুলের মোড় এলাকায় সকালে বাসচাপায় আবদুল হামিদ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি একই গ্রামের বাসিন্দা ছিলেন।

নাটোর : সকালে বাগাতিপাড়ার তমালতলায় লরি চাপায় আরাফাত (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আরাফাত উপজেলার চক হরিরামপুর গ্রামের শাজাহান আলীর ছেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর