শনিবার, ৫ জুন, ২০২১ ০০:০০ টা

উপকূলে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত খুলনার উপকূলীয় কয়রা, পাইকগাছা ও সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে খাবার পানি, ত্রাণসামগ্রী, শিশুখাদ্য, গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবারসহ অবিলম্বে বাঁধ সংস্কারের দাবিতে গতকাল খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কয়রা-শ্যামনগর-পাইকগাছা উপকূলবাসী’ এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, সাত দিন ধরে উপকূলীয় চার উপজেলার ১ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় দিন পার করছে। অনেক পরিবার নৌকার ওপর অবস্থান করছে। নিম্নবিত্ত পরিবার আয়ের সন্ধানে পৈতৃক ভিটে ছেড়েছে। কয়রার মহারাজপুর, মহেশ্বরীপুর ইউনিয়ন, শ্যামনগর উপজেলার গাবুরা ও আশাশুনি উপজেলার প্রতাপনগরের মানুষ বিশুদ্ধ খাবার পানির সংকটে ভুগছে।

সর্বশেষ খবর