সোমবার, ৭ জুন, ২০২১ ০০:০০ টা

খসে পড়ছে স্কুলভবনের ছাদের পলেস্তারা

নওগাঁ প্রতিনিধি

খসে পড়ছে স্কুলভবনের ছাদের পলেস্তারা

নওগাঁর আত্রাই উপজেলায় দেড় শ বছরেরও বেশি সময় ধরে প্রাথমিক শিক্ষায় আলো ছড়িয়ে আসছে গুড়নই সরকারি প্রাথমিক বিদ্যালয়। চার কক্ষবিশিষ্ট একতলা ভবনে জীবনের ঝুঁকি নিয়ে এখানে চলছে শিক্ষা কার্যক্রম। ১৮৬০ সালে স্থাপিত হয় বিদ্যালয়টি। সরকারিভাবে ১৯৫০ সালের দিকে একটি ভবন নির্মিত হয়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়েছে ভবনটি। প্রতিনিয়ত ছাদের পলেস্তারা এবং দেয়ালের প্লাস্টার খসে পড়ছে। করোনা পরিস্থিতির উন্নতির পর পাঠদান কার্যক্রম শুরু হলে যে কোনো সময় বড় রকম দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর।

জানা যায়, গুড়নই সরকারি প্রাথমিক বিদ্যালয় আনুমানিক ১৯৫০ সালে চারকক্ষ বিশিষ্ট একতলা ভবন নির্মিত হয়। এরপর নির্মাণ করা হয় তিন কক্ষের একতলা ভবন। সাতটি কক্ষের মধ্যে চারটি কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়ছে। এ ছাড়া গত বছর বন্যায় বিদ্যালয়ের তিনটি গাছ নদীতে বিলীন হয়ে যায়। মূল ভবনও ভাঙনের শঙ্কায় রয়েছে। দ্রুত ভাঙন রোধে পদক্ষেপ না নিলে ভবনটি বিলীন হয়ে যেতে পারে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহুরুল ইসলাম বলেন, পুরনো ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে নতুন করে ভবন নির্মাণ করা না হলে এ অঞ্চলের প্রাথমিক শিক্ষার পরিবেশ ব্যাহত হবে। উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান বলেন, অগ্রাধিকার ভিত্তিতে এ বিদ্যালয়ে ভবন নির্মাণ করা হবে।

 

সর্বশেষ খবর