শিরোনাম
সোমবার, ৭ জুন, ২০২১ ০০:০০ টা

খানাখন্দে ভরা তিন কিমি সড়ক

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

খানাখন্দে ভরা তিন কিমি সড়ক

কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর-জগতপুর সড়ক -বাংলাদেশ প্রতিদিন

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর-জগতপুর সড়ক। সাড়ে তিন কিলোমিটার এ সড়কের পিচ ও আস্তর উঠে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। বর্ষার মৌসুম না আসতেই কয়েকদিন আগে বৃষ্টিতে রাস্তার গর্তে পানি আটকে আরও বেহাল অবস্থা হয়েছে। জানা যায়, তিতাস উপজেলার মানুষের জন্য গাজীপুর-জগতপুর বাজার রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন এ সড়ক দিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। চলাচল করে অসংখ্য রিকশা, ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা। খানাখন্দে ভরা সড়ক দিয়ে যাত্রী নিয়ে চলতে এ সব যানবাহনের চালককে দুর্ভোগ পোহাতে হয়। প্রায়ই ঘটে ছোটবড় দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক বার রাস্তার সংস্কারের জন্য লোকজন এসেছিলেন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। প্রায় ১২ বছর ধরে রাস্তাটির দুরবস্থা। রোগী কিংবা গর্ভবতী মহিলাদের খাটে করে হাসপাতালে নিতে হয়। স্থানীয় জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, রাস্তাটি সংস্কারের জন্য ইতিমধ্যে উপজেলা মিটিংয়ে কথা বলেছি।

সর্বশেষ খবর