সোমবার, ৭ জুন, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

ফুটেজ দেখে মামুনুল নাশকতায় জড়িতদের চিহ্নিত করেছেন

                -নারায়ণগঞ্জ পুলিশ সুপার

হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক ভিডিও ফুটেজ দেখে গত ২৮ মে হরতালে নাশকতাকারী কেন্দ্রীয় নেতাদের চিহ্নিত করেছেন। হরতালের দিন নাশকতার সময় উপস্থিত হেফাজতের নেতাদের কার কী নাম, কে কোন পদে আছেন তা নিশ্চিত করেছেন তিনি। এ ছাড়া মামুনুল সোনারগাঁয়ে রিসোর্টে যে নারীকে নিয়ে এসেছিলেন, তাকে শরিয়ত বা রাষ্ট্রীয় কোনো আইনে বৈধভাবে বিয়ে করেছেন কি না; তার কোনো সঠিক তথ্য বা প্রমাণপত্র দেখাতে পারেননি। গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।             -নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

রিমান্ডে সেই আইনজীবীর স্ত্রী

সিলেটে পরকীয়া প্রেমিক খালাতো ভাইকে বিয়ে করতে আইনজীবী স্বামীকে হত্যার অভিযোগে গ্রেফতার স্ত্রী শিফা বেগমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল শুনানি শেষে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। পুলিশ শিফার ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ইয়াছিন আলী।                -নিজস্ব প্রতিবেদক, সিলেট

 

শিশু হত্যার দুই মাস পর প্রধান আসামি গ্রেফতার

আশুলিয়ায় রাজাকে (৯) অপহরণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার দুই মাস পর গতকাল পাবনার সুজানগর সদর থানার তারাবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ঘটনার দিন আরিফের স্ত্রী লিজাকে (২২) গ্রেফতার করে পুলিশ।

আশুলিয়া থানার এসআই আল আমিন জানান, দ্রুত স্থান পরিবর্তনের কারণে আরিফুলকে গ্রেফতারে বেগ              পেতে হয়েছে।                 -সাভার (ঢাকা) প্রতিনিধি 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর