মঙ্গলবার, ৮ জুন, ২০২১ ০০:০০ টা

শেরপুরে ঠিকানা পেল হিজড়া জনগোষ্ঠী

শেরপুর প্রতিনিধি

ওদের ঠিকানা নেই। ওরা পরিবার সমাজ থেকে নিগৃহীত। থাকা খাওয়ার জায়গা নেই। নেই কর্ম। হিজড়াদের রাস্তায় চলাফেরা ও উৎপাতে মানুষের অভিযোগের অন্ত নেই। এবার হিজড়াদের ঠিকানা করে দেওয়া হলো সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের কবিরপুর মৌজাধীন আন্ধারিয়া সুতিরপাড় এলাকার ‘স্বপ্নের ঠিাকানা’ গুচ্ছগ্রামে। প্রধানমন্ত্রীর অর্থায়নে জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যক্ষ তত্বাবধানে নির্মিত এই আবাসনে জেলার ৪০ জন হিজড়া পেল স্বপ্নের ঠিকানা। প্রত্যেকের নামে দেওয়া হয়েছে সরকারের খাস জমিতে নির্মিত ঘরবাড়ি। গতকাল এ জেলার গুচ্ছগ্রামে জেলা প্রশাসকের মাধ্যমে  ওই নির্মিত ঘরে নিগৃহীত হিজড়াদের উঠিয়ে দেন জেলা প্রশাসক আনারকলি মাহবুব। সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের কবিরপুর মৌজাধীন আন্ধারিয়া সুতিরপাড় এলাকায় ২ একর জমিতে নির্মিত হয়েছে এই স্বপ্নের ঠিকানা। সূত্র জানায় দুই একর জায়গার সংস্কার ও ঘরবাড়ি করতে ৬৯ লাখ ৪ হাজার টাকা স্পেশাল বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ খবর