মঙ্গলবার, ৮ জুন, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

ভারত থেকে এলো ১৩০ টন বিস্ফোরক

ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১৩০ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি হয়েছে। রবিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ৯টি ভারতীয় ট্রাকে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি এসব বিস্ফোরক আমদানি করেছে। বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি আলামিন জানায়, ১ লাখ ৪৩ হাজার ৪৩৬.৫৫ ডলার মূল্যে ১৩০ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড ভারত থেকে আমদানি করেছে। বাংলাদেশি টাকায় মূল্য প্রায় দেড় কোটি টাকা। বিস্ফোরক দ্রব্যের ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়েছে। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আবদুল জলিল জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কাজ পরিচালনার জন্য ভারত থেকে এই বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে।      

-বেনাপোল (যশোর) প্রতিনিধি

 

ঠিকানা পেল হিজড়া জনগোষ্ঠী

এবার হিজড়াদের ‘স্বপ্নের ঠিকানা’ করে দেওয়া হলো শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের কবিরপুর এলাকায়। প্রধানমন্ত্রীর অর্থায়নে জেলা প্রশাসনের উদ্যোগে এই আবাসনে জেলার ৪০ জন হিজড়া পেল স্বপ্নের ঠিকানা। প্রত্যেকের নামে দেওয়া হয়েছে সরকারের খাস জমিতে নির্মিত ঘরবাড়ি। গতকাল এ জেলার গুচ্ছগ্রামে জেলা প্রশাসকের মাধ্যমে  ওই নির্মিত ঘরে নিগৃহীত হিজড়াদের উঠিয়ে দেন জেলা প্রশাসক আনারকলি মাহবুব।   

-শেরপুর প্রতিনিধি

 

বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে আশিকুর রহমান নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। রবিবার রাতে উপজেলার ঝাউগড়া এলাকার জাহিন স্পিনিং মিলে এ ঘটনা ঘটে। নিহত আশিকের বাড়ি বরিশালে। এদিকে সদর উপজেলার ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনিছুর রহমান (২৪) নামের যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রাতে ফতুল্লার কুতুবাইলস্থ ইরান টেক্সটাইল এলাকার রেহান উদ্দিন প্রধানের বাড়ির ছাদে এ ঘটনা ঘটে।

-আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর