মঙ্গলবার, ৮ জুন, ২০২১ ০০:০০ টা

বেনাপোলে ব্লিচিং পাউডার বোঝাই ট্রাক পুড়ে ছাই

বেনাপোল (যশোর) প্রতিনিধি

বেনাপোলে ব্লিচিং পাউডার বোঝাই ট্রাক পুড়ে ছাই

যশোরের বেনাপোল স্থলবন্দরে দাঁড়িয়ে থাকা ব্লিচিং পাউডার বোঝাই ভারতীয় ট্রাকে এ আগুন লাগে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। গতকাল রাতে বন্দরের ৩২ নম্বর শেডের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ তৌহিদুর রহমান সুমন বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। ওই সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত না। ধারণা করা হচ্ছে, বৃষ্টির পানি পেয়ে পাউডার গরম হয়ে আগুনের সৃষ্টি হতে পারে। তিনি বলেন, খবর পেয়ে বন্দরের আনছার ও বেনাপোল ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় আগুন নেভানো হয়েছে। কেমিকেলসহ ট্রাকটি পুরোপুরি পুড়ে গেছে।

বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের কার্গো বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, সন্ধ্যা ৭টায় প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে ২৫ টন ব্লিচিং পাউডার বোঝাই পণ্যবাহী ট্রাকটিতে আগুন ধরে যায়। ব্লিচিং পাউডার দাহ্য পদার্থ। এতে পানি লাগলে আগুন ধরে যায়।

সর্বশেষ খবর