বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১ ০০:০০ টা

ভরসা কাঠের সেতু

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ভরসা কাঠের সেতু

ঢাকার উপকন্ঠের ধামরাই উপজেলার কয়েক গ্রামের বাসিন্দার ভরসা বংশী নদীর ওপর তৈরি কাঠের সেতু। এ সেতু দিয়েই প্রতিদিন চলাচল করছেন হাজার হাজার মানুষ। এতে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে বলে জানান গ্রামবাসী। তারা বলেন, নদীতে পানি থাকলে নৌকা কিংবা গ্রামের লোকজন বাঁশ দিয়ে সরু করে তৈরি করা সাঁকো দিয়ে চলতে হতো। এতে প্রতিনিয়তই বৃদ্ধ ও শিশুদের নিয়ে ঝুঁকির মুখে পড়তেন অনেকে। আবার চরম আতঙ্কের মধ্যে নদী পারাপার হন অনেকে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আইয়ুুব আলী ইসাক এ কাঠের সেতুটি তৈরি করে দেওয়ায় নদী পারাপারে ভোগান্তি লাগব হয়েছে। জানা গেছে, ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নটি অনেক দিন অবহেলিত ছিল। এ ইউনিয়নের মাঝ বরাবর  বংশী নদী বয়ে যাওয়ায় নদীর দুপাশেই রয়েছে গ্রাম। কিন্তু নদী পারাপারে সেতু না থাকায় প্রায় ৮ গ্রামের মানুষ চরম দুর্ভোগে ছিল। অনেক দিন ধরে গ্রামের লোকজন বাঁশ দিয়ে সরু করে সাঁকো তৈরি করে চলাচল করেছেন। এতে দুর্ঘটনা ঘটত। সম্প্রতি   ওই ইউনিয়নের প্রতিনিধি সবার সহযোগিতা নিয়ে বংশী নদীর ওপর ২৫০ ফুট লম্বা ও ৬ ফুট প্রস্থ কাঠের        সেতু নির্মাণ করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর