বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১ ০০:০০ টা

‘উত্তরবঙ্গ জাদুঘর’ ভবনের কাজ শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি

অবশেষে কুড়িগ্রামে ‘উত্তরবঙ্গ জাদুঘরের’ নিজস্ব ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। নতুন শহরের নাজিরা ব্যাপারীপাড়ায় নিজ বাড়িতে জাদুঘরটি প্রতিষ্ঠা করেছিলেন জেলার আইনজীবী এস এম আব্রাহাম লিংকন। দ্বিতল বাসভবনে বসার ঘর, খাবারের ঘর, সেরেস্তা ঘর এমনকি শোবার ঘরেও সাজিয়ে রাখা হয়েছে স্থানীয় ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের স্মারকের ২ হাজারের বেশি প্রামাণ্য দলিল ও নানা উপকরণ।

জাদুঘরটি দেখতে সময়ে-অসময়ে নানা বয়স-পেশার মানুষ সেখানে ছুটে যান। ঘুরেফিরে দেখেন। জাদুঘরটি দেখতে পদস্থ কর্মকর্তাসহ দেশের অনেক গুণী ব্যক্তি এসেছেন বিভিন্ন সময়ে। আব্রাহাম লিংকন মূলত মুক্তিযুদ্ধের গবেষণায় মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে অনেক দুর্লভ স্মারক সংগ্রহ করেন। এগুলো নিয়ে নিজের বাড়িতে একক প্রচেষ্টায় গড়ে তুলেছিলেন জাদুঘরটি। ২০১২ সালের ১২ এপ্রিল যাত্রা শুরু হয়েছিল জাদুঘরটির। দীর্ঘ ৯ বছর পর জাদুঘরটি নিজস্ব ঠিকানায় যাচ্ছে। জমিটি দান করেছেন প্রতিষ্ঠাতা লিংকন নিজেই। এর নকশা করেছেন ঢাকার ‘নকশাবিদ’ নামে একটি ফার্মের পক্ষে প্রকৌশলী বায়েজীদ মাহবুব খন্দকার। এ জাদুঘরের কাজ আগামী দুই বছরের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। জাদুঘরটিতে রয়েছে বৃহত্তর রংপুর জেলার ৫ হাজার ৮৬৫ জন রাজাকারের তালিকা। তাদের ক্ষমা প্রার্থনার দলিল, শান্তি কমিটির সদস্যদের তালিকা, রৌমারী রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত কিছু ডামি রাইফেল, ভূরুঙ্গামারী রণাঙ্গণে পাকিস্তানি বাহিনীর ছোড়া বিস্ফোরিত মর্টার শেল, গ্রেনেড-গোলার বাক্স ও নানা দলিল রয়েছে এ জাদুঘরে।

সর্বশেষ খবর