শনিবার, ১২ জুন, ২০২১ ০০:০০ টা

মডেল মসজিদে জুমার নামাজে মুসল্লির ঢল

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে মডেল মসজিদে জুমার নামাজে মুসল্লির ঢল নামে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং করোনা মহামারী থেকে মুক্তি চেয়ে বিশেষ দোয়া করা হয়। মহানগরের কাচারিবাজারে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে এ মডেল মসজিদটি বৃহস্পতিবার উদ্বোধন হয়। গতকাল জুমার নামাজ শেষে মুসল্লি রবিউল ইসলাম বলেন, ‘মসজিদের পরিবেশ খুব সুন্দর। মুগ্ধ না হয়ে উপায় নেই। এখন থেকে নিয়মিত এ মসজিদেই নামাজ পড়ব।’ আরেক মুসল্লি আবদুর রহিম বলেন, ‘এ মসজিদের কারুকাজ অনেককেই এখানে টেনে নিয়ে আসবে। এটি একসময় ইসলামী জ্ঞানচর্চার অন্যতম স্থান হিসেবে মুসলমানদের কাছে সমাদৃত হবে।’ 

শাহজাহান রতন বলেন, ‘অন্যান্য মসজিদে করোনায় স্বাস্থ্যবিধি অতটা না মানলেও এখানে প্রায় সব মুসল্লি মুখে মাস্ক পরে নামাজ আদায় করেছেন। এটা দেখে খুব ভালো লেগেছে। প্রতিটি মসজিদে এ রকম সচেতনতার সঙ্গে নামাজ আদায় হলে করোনার ঝুঁকি অনেক কমে যাবে।’

দেশের ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে মুজিববর্ষ উপলক্ষে ৫০টি মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি রংপুরের বদরগঞ্জ, খুলনা ও সিলেটের দক্ষিণ সুরমায় সংযুক্ত থেকে মডেল মসজিদের উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি মহিলা ও পুরুষ মুসল্লি, রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি কথা বলেন। রংপুর শহরে একটি এবং উপজেলা পর্যায়ে চারটি মসজিদ উদ্বোধন করা হয়।

সর্বশেষ খবর