শনিবার, ১২ জুন, ২০২১ ০০:০০ টা

শত বছরের রাস্তা বন্ধ করার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

শত বছরের পুরনো রাস্তা বন্ধ করে অন্যের জমির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এতে বাধা দেওয়ায় জমির মূল মালিকরাই হয়রানির শিকার হচ্ছেন। ঘটনাটি বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর (বাওড়) গ্রামের। গতকাল শরণখোলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকে জোর করে রাস্তা নির্মাণের প্রতিবাদ জানিয়েছেন জমির মালিকরা।

 সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্কুলশিক্ষক অমলেন্দু হালদার। তিনি বলেন, আমাদের আট পরিবারের জমির সীমানার মাথায় একটি রেকর্ডিয় খাল রয়েছে। ওই খালের উত্তর পাড় থেকে শত বছরের পুরনো রাস্তা ছিল। ২০১৭ সালে খালটি পুনঃখনন করা হলে দক্ষিণ পাড়ে আমাদের প্রায় ৬০০ ফুট ফসলি জমির ওপর খননের মাটি রাখায় হয়। এরপর থেকে প্রতিপক্ষের লোকজন পুরনো রাস্তাটি বন্ধ করে আমাদের জমির ওপর দিয়ে চলাচল শুরু করেন।

সর্বশেষ খবর