রবিবার, ১৩ জুন, ২০২১ ০০:০০ টা

বিদ্যালয় মাঠে নির্মাণসামগ্রী

মৌলভীবাজার প্রতিনিধি

বিদ্যালয় মাঠে নির্মাণসামগ্রী

করোনাভাইরাস প্রতিরোধে ১৫ মাসেরও বেশি সময় ধরে বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান। এই সুযোগে কিছু লোক মৌলভীবাজারের বিভিন্ন বিদ্যালয়ভবন ও মাঠের অপব্যবহার করছেন। কোনো কোনো বিদ্যালয়ের মাঠ জুড়ে রাখা হয়েছে বিভিন্ন নির্মাণসামগ্রী। প্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় এমন হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, মৌলভীবাজারে ১ হাজার ৪০টি প্রাথমিক বিদ্যালয়, ১৯৭টি মাধ্যমিক, ২৫টি কলেজ, ৭৮টি মাদ্রাসা ও ৯৩টি ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। সরেজমিনে জেলার রাজনগর উপজেলার পশ্চিমভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভবনের সামনে ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণসামগ্রী (পাথর, বালু, মিকশার মেশিন, গালার ড্রাম, সিলিন্ডার ও কাপড়) রাখা হয়েছে। কচুরিপানায় স্কুলমাঠ ভরে গেছে। শ্রেণিকক্ষে থাকছেন শ্রমিকরা। কুলাউড়া উপজেলার জাব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় রাখা হয়েছে খড়। একই চিত্র জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসাগুলোরও। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থা এ রকম থাকার কথা নয়। তারপরও যদি এমন ঘটনা ঘটে তাবে খোলার আগে সব ঠিক হয়ে যাবে।

সর্বশেষ খবর