রবিবার, ১৩ জুন, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

নদী-খাল নষ্ট করে শিল্প প্রতিষ্ঠান চালানো যাবে না

------------------ এনামুল হক শামীম

পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, নদী ও খাল নষ্ট করে শিল্প প্রতিষ্ঠান চালানো যাবে না। সরকারি নিয়ম মেনে ইটিপি প্লান্ট কার্যকর রেখে শিল্প প্রতিষ্ঠান চালাতে হবে। পরিশোধন না করে নদীতে বা খালে যদি কোনো শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য ফেলা হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন নদী ও খাল পরিদর্শন শেষে উপজেলা পরিষদ কার্যালয়ে সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিরা, কাজিম উদ্দিন ধনু এমপি, সুলতানা মনি এমপি, উপজেলা  চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহ মোহাম্মদ আশরাফুল হক জর্জ, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব কামরুল আহসান তালুকদার, পউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহজাহান সিরাজ, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন প্রমুখ।    -ভালুকা প্রতিনিধি

 

অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত

অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও অ্যাম্বুলেন্সচালক আহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক আবদুল আলিম (২৬) শিবালয় উপজেলার নুরুল ইসলামের এবং আরোহী দীপক হালদার (২৫) দীনেশচন্দ্র হালদারের ছেলে। তারা ঢাকায় চাকরি করতেন। সাপ্তাহিক ছুটি কাটিয়ে মোটরসাইকেলে কর্মস্থলে ফিরছিলেন। আহত অ্যাম্বুলেন্স চালক রনি মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।         -মানিকগঞ্জ প্রতিনিধি

নদীভাঙন থেকে গ্রাম রক্ষার দাবি

নরসিংদীর রায়পুরায় নদীভাঙনের কবল থেকে গ্রাম রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ ও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। গ্রাম বাঁচাও স্লোগান নিয়ে নরসিংদীর রায়পুরার মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চল মির্জাচর এলাকার সর্বস্তরের মানুষের ব্যানারে গতকাল এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে গ্রামের মানুষের আতঙ্ক উৎকণ্ঠার দৃশ্য ভেসে ওঠে। বক্তারা বলেন, অব্যাহত নদী ভাঙনে মির্জাচর ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাসিন্দাদের রাত কাটে আতঙ্কে ও উৎকণ্ঠায়। তার ওপর মেঘনা নদী থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ভাঙন আরও তিব্র হচ্ছে। ইতিমধ্যে বিলীন হয়ে গেছে শান্তিপুর বাজার, বাজার সংলগ্ন কবরস্থান, ঈদগাহ মাঠসহ কান্দাপাড়া কবরস্থান ও ফসলি জমি। হুমকির মুখে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ পুরো গ্রাম। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তৃতা করেন, কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, নরসিংদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক খাদেম হোসেন, সমাজ সেবক জালাল উদ্দিন মাস্টার প্রমুখ।     -নরসিংদী প্রতিনিধি

 

টাঙ্গাইলে নিখোঁজ শিশুর লাশ তুরাগ নদ থেকে উদ্ধার

উজান থেকে ভেসে আসা আড়াই বছরের এক শিশুর লাশ গতকাল গাজীপুরের তুরাগ নদ থেকে উদ্ধার করেছে পুলিশ। তার নাম তিশা পাল। সে টাঙ্গাইলের মির্জাপুরের কুড়িপাড়া এলাকার যোগেশ পালের মেয়ে। শিশুটি দুই দিন আগে টাঙ্গাইলে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। জিএমপির কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক জানান, গতকাল সকালে বাঘিয়ায় তুরাগ নদে অজ্ঞাত শিশুর লাশ ভাসতে দেখেন পথচারীরা। পুলিশ গিয়ে লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল মর্গে পাঠায়। পরে মা-বাবাসহ স্বজনরা এসে লাশ শনাক্ত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি খেলাধুলার সময় বাড়িসংলগ্ন নদীতে পড়ে নিখোঁজ হয়।           -গাজীপুর প্রতিনিধি

 

মাদারীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

মাদারীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে তিন পুলিশসহ ১০ জন আহত হয়েছে। এ সময় দুই ব্যাংকের জানালা ভাঙচুর করে দুর্বৃত্তরা। গতকাল সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার কলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে আধা ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। পুলিশ লাঠিচার্জ করে উভয়পক্ষে ছত্রভঙ্গ করে দেয়।  জানা গেছে, মাদারীপুরে দীর্ঘদিন থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের সঙ্গে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরেই বিভিন্ন সময় দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হওয়ার ঘটনা ঘটেছে। শাজাহান খানের বাবা মৌলভী আছমত আলী খানকে নিয়ে কটূক্তি করেছে এমন অভিযোগ এনে গতকাল সকালে প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করে শাজাহান খান গ্রুপের লোকজন। একই স্থানে একই সময় নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ করে বাহাউদ্দিন নাছিম গ্রুপ। এ সময় আওয়ামী লীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের লোকজন ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পুলিশ লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।              -মাদারীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর