রবিবার, ১৩ জুন, ২০২১ ০০:০০ টা
হাসপাতাল ভাঙচুর

উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

নাটোর প্রতিনিধি

অক্সিজেন না থাকায় হাসপাতাল ভাঙচুরের ঘটনায় নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিয়ার রহমান বাঁধনসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফা আফরোজ বানু মামলাটি করেন। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। তারা হলেন হাসু, সান্না, জহুরুল ও ডাবলু শাহা। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে পৌর সদরের গুমানী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় আল আমিন। সেখানে তার মৃত্যু হয়।

পরে তাকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় রোগীর স্বজনরা শিশুকে অক্সিজেন দিতে বলেন। কিন্তু সিলিন্ডারে অক্সিজেন না থাকায় ছাত্রলীগ সভাপতি বাঁধনের নেতৃত্বে উত্তেজিত জনতা হাসপাতাল ভাঙচুর চালায়।

গুরুদাসপুর থানার ওসি আবদুর রাজ্জাক জানান, শুক্রবার গভীর রাতে মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর