সোমবার, ১৪ জুন, ২০২১ ০০:০০ টা

খুঁড়ে রাখা রাস্তায় চরম ভোগান্তি

পিরোজপুর প্রতিনিধি

খুঁড়ে রাখা রাস্তায় চরম ভোগান্তি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় একটি রাস্তা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার মানুষ। টেন্ডার প্রক্রিয়া শেষে প্রায় ৮ মাস এ রাস্তাটির মাটি খুঁড়ে রাখা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কাজ শুরু হয়নি। এতে ওই রাস্তায় ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। সরেজমিন দেখা যায়, ইন্দুরকানী উপজেলার পশ্চিম চরনী পত্তাশী গ্রামে বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে চলে যাওয়া ৮০০ মিটার দীর্ঘ এই রাস্তাটি। রাস্তায় ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এর দায়িত্বে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। জানা গেছে, গত বছরের ১০ জুন ওই রাস্তাটির নির্মাণ কাজ শুরু হয়ে ওই বছরের ১০ ডিসেম্বর কাজ শেষ হওয়ার কথা। স্থানীয়রা জানায়, প্রায় ৮ মাস আগে রাস্তাটির মাটি খুঁড়ে সেভাবেই ফেলে রাখে ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে বর্ষা মৌসুমে রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলার পত্তাশী ইউনিয়ননের কয়েকটি গ্রামের মানুষ ছাড়াও পার্শ্ববর্তী বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মানুষও ওই রাস্তাটি ব্যবহার করে। তবে শুকনো মৌসুমে রাস্তাটি ব্যবহার করতে তেমন একটা সমস্যা না হলেও, বর্ষার সময় এ রাস্তাটি ব্যবহারের কোনো উপায় নেই। ফলে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মতিউর রহমান জানান, বিষয়টি নিয়ে একাধিকবার উপজেলা পরিষদের উন্নয়ন সভায় আলোচনা করা হয়েছে। উপজেলা প্রকৌশলী লায়লা মিঠুন জানান, রাস্তার কাজ করার জন্য এর দুই পাশে রোপণকৃত সামাজিক বন বিভাগের গাছগুলো অপসারণ করা প্রয়োজন। এ জন্য সামাজিক বন বিভাগের বাগেরহাট বিভাগীয় কার্যালয়ে গত বছরের সেপ্টেম্বর মাসে লিখিতভাবে জানানো হয়েছিল। তবে এখন পর্যন্ত তারা গাছগুলো অপসারণে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। পিরোজপুর সামাজিক বন বিভাগের রেঞ্জ অফিসার শফিকুল ইসলাম জানান, নির্দেশনা পাওয়ার পর রাস্তার দুই পাশের ১৭১টি গাছের টেন্ডার দেওয়ার জন্য সব কাগজপত্র তৈরি করে বাগেরহাট বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে পরবর্তী ব্যবস্থা বিভাগীয় কার্যালয় গ্রহণ করবে।

সর্বশেষ খবর