সোমবার, ১৪ জুন, ২০২১ ০০:০০ টা

ট্রেন থামবে ব্রাহ্মণবাড়িয়ায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

অবশেষে আগামীকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি শুরু হচ্ছে। ওই দিন থেকে তিনটি মেইল ট্রেন, একটি কমিউটার ট্রেন ও পরদিন বুধবার থেকে একটি আন্তনগর ট্রেন  স্টেশনটিতে যাত্রাবিরতি দেবে। বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখার উপ-পরিচালক (অপারেশন) মো. রেজাউল হক স্বাক্ষরিত একটি পত্রে এসব তথ্য জানা গেছে।

এতে উল্লেখ করা হয়, সাময়িকভাবে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনকে ‘ডি ক্লাস’ স্টেশনে রূপান্তর করে ট্রেন চালু করা হচ্ছে। হেফাজতের তা বে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনটিতে গত ২৭মার্চ থেকে ট্রেনের যাত্রাবিরতি বন্ধ রয়েছে। ট্রেন থামানোর দাবিতে বিভিন্ন সংগঠনের ব্যানারে হওয়া কর্মসূচি থেকে ২০ জুন পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়। রেলওয়ের চিঠি থেকে জানা যায়, ১৫ জুন ঢাকা-সিলেট-ঢাকা পথে সুরমা মেইল, ময়মনসিংহ-চট্টগ্রাম-ময়মনসিংহ পথের নাসিরাবাদ এক্সপ্রেস, আখাউড়া-ঢাকা-আখাউড়া, ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা পথের তিতাস কমিউটার ট্রেন যাত্রাবিরতি করবে। ১৬ জুন থেকে যাত্রাবিরতি করবে ঢাকা-সিলেট-ঢাকা পথের পারাবত এক্সপ্রেস। 

সর্বশেষ খবর