মঙ্গলবার, ১৫ জুন, ২০২১ ০০:০০ টা

৫০ বছরেও পাকা হয়নি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

৫০ বছরেও পাকা হয়নি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একটি সড়ক বিগত ৫০ বছরেও পাকা হয়নি। উপজেলার শাহাজাদাপুর থেকে শাহবাজপুর যাওয়ার একমাত্র রাস্তাটি কাঁচা। দেশ স্বাধীনের ৫০ বছরেও সড়কটি পাকা না হওয়ায় এ রাস্তায় চলাচলকারী তিনটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষকে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হয়। স্থানীয়রা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বের শাহাজাদাপুর গ্রামটি শুধু  যোগাযোগের অভাবে শিক্ষা, স্বাস্থ্যসহ সব প্রকার নাগরিকসেবা থেকে বঞ্চিত রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটিতে সিএনজি অটোরিকশা ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করে না। বৃষ্টি  মৌসুম হওয়ায় স্থানীয় মলাইশ ব্রিজ থেকে শাহাজাদাপুর বাজার পর্যন্ত ৪ কিলোমিটার অংশে কাদাপানি জমে গেছে। সিএনজিরচালক ও এর যাত্রীদেরকে গাড়ির পেছন থেকে ধাক্কা দিয়ে রাস্তাটির এই কাঁচা অংশ পার হতে দেখা গেছে।  কয়েকজন সিএনজিচালক জানান, এই মৌসুমে এক দিন বৃষ্টি হলে এই রাস্তাটি কমপক্ষে তিন দিন চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়ে। শাহাজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন বলেন, গত ১১ বছর আগে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্থানীয় সংসদ সদস্য জিয়াউল হক মৃধার দাবির পরিপ্রেক্ষিতে রাস্তাটি পাকাকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। খোদ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির প্রায় এক যুগ অতিবাহিত হলেও রাস্তাটিতে কোনো ইট বসেনি। শাহাজাদাপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, কেবল শাহজাদপুর গ্রামেই একটি উচ্চ বিদ্যালয়, পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিনটি কিন্ডারগার্টেন, দুটি মাদ্রাসা, একটি স্বাস্থ্য কমপ্লেক্স, একটি কমিউনিটি ক্লিনিক এবং দুটি বড় বাজার রয়েছে। শাহাজাদাপুর গ্রামের মামুন খান বলেন, গত এক যুগ ধরে আমরা মিথ্যা প্রতিশ্রুতি, অল্প কিছু মাটি ভরাট, মাপজোক ও সয়েল টেস্ট ছাড়া রাস্তার কোনো দৃশ্যমান উন্নয়ন দেখতে পাইনি। এই যুগে বাংলাদেশের আর কোথাও এমন রাস্তা দেখা যায় না। আমরা বছরের পর বছর মানববন্ধন করেছি এবং রাস্তাটি নির্মাণের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছি, কিন্তু  কোনো ফল হয়নি। আমরা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পরে স্বপ্ন দেখতে শুরু করি। কিন্তু আমাদের স্বপ্ন পূরণ হয় না। একই গ্রামের বাসিন্দা রাহুল দাস বলেন, বর্ষা মৌসুমে রাস্তাটির এমন দশা হয় যে, আমরা পায়ে হেঁটেও ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর বাসস্ট্যান্ডে  যেতে পারি না। গ্রামের বাসিন্দা দৌলত খান বলেন, চার কিলোমিটার কাঁচা রাস্তার জন্য শাহাজাদাপুর, দেউড়িয়া ও নেয়ামতপুর এই তিনটি গ্রাম এখনো পিছিয়ে আছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর