মঙ্গলবার, ১৫ জুন, ২০২১ ০০:০০ টা

মালয়েশিয়া থেকে সাঈদের লাশ দেশে আনতে চায় পরিবার

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

মালয়েশিয়া থেকে সাঈদের লাশ দেশে আনতে চায় পরিবার

সাঈদ নামে এক বাংলাদেশি মালয়েশিয়ায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন ৮ জুন। তার লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা চায় তার পরিবার। সাঈদ ফুলপুর উপজেলার বেলটিয়া বালিয়া গ্রামের শামসুল হকের ছেলে। পরিবারসূত্রে জানা যায়, সাঈদ গ্যাস্ট্রিক ও আলসারে ভুগছিলেন। এ ছাড়া তিনি তার নবজাতককে দেখার জন্য বারবার দেশে আসতে চেয়েও পারছিলেন না। তাই হতাশায় আত্মহত্যা করেন। ২০১৪ সালে লটারি জিতে সাঈদ মালয়েশিয়া যান। ওখানে তাইকো পাম্প তেলের একটি বাগানে কাজ করতেন। ২০১৯ সালে বাড়ি এসে রূপসী ইউনিয়নের নগরবেড়া গ্রামের মৃত আবুল হাশেমের মেয়ে হাদিসা খাতুনকে বিয়ে করে তিন মাস পর চলে যান। তাদের ১০ মাসের একটি মেয়ে রয়েছে। স্ত্রী হাদিসা ‘এখন আমার কী হবে’ বলে বিলাপ করছেন। সাঈদের শাশুড়ি হামিদা বলেন, ‘অল্প বয়সে আমার মেয়েটা বিধবা অইল। আল্লাহ তুমি তারে দেইখ্য।’ তিনি জানান, তার মেয়ে এ খবর শোনার পর কান্নাকাটি করতে করতে অসুস্থ হয়ে গেছেন। সাঈদের বাবা শামসুল হক বলেন, ‘অভাবের সংসারে হাল ধরবার লাইগ্যা পুতেরে বিদেশ পাডাইছিলাম। অহন সে লাশ। পুতের লাশটা একটু দেখতাম! সরহারের কাছে আবেদন আমার পুতের লাশটা একটু দেশে আনার ব্যবস্থা কইরা দেন।’ জানা যায়, সাঈদের লাশ দেশে আনতে শামসুল হকের চাচাত ভাই কবি আশরাফ উদ্দিন মালয়েশিয়ায় যোগাযোগ করে যাচ্ছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘সাঈদ ওখানে তার নিজ কক্ষের টয়লেটে ফাঁসিতে ঝুলে মারা গেছে বলে আমরা জেনেছি। পরে ওখানকার পুলিশসহ তিন স্তরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য পাঠায়।’ তিনি আরও বলেন, ‘দুই দিন আগে ময়নাতদন্তের রিপোর্টও পাওয়া গেছে। এতে এতটুকু নিশ্চিত হওয়া গেছে যে অন্য কেউ তাকে মারেনি।

সর্বশেষ খবর