বুধবার, ১৬ জুন, ২০২১ ০০:০০ টা

কালিয়াকৈরে বেহাল সড়ক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরে বেহাল সড়ক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কের কার্পেটিং উঠে গিয়ে কাদামাটি, খানাখন্দ, বড় বড় গর্ত ও অতিঝুঁকিপূর্ণ হয়ে চলাচলে বিঘ্ন ও নষ্ট হচ্ছে যানবাহন। ঘটছে ছোট-বড় দুর্ঘটনাও। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে ওই সড়ক দিয়ে চলাচলরত শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ। এলাকাবাসী, যাত্রী ও পরিবহন শ্রমিক সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার গুরুত্বপূর্ণ প্রধান আঞ্চলিক সড়ক হচ্ছে কালিয়াকৈরের রামচন্দপুর থেকে গাজীপুরের পিরুজালী ৬ কিলোমিটার সড়ক। এই সড়কে  সিএনজি,  টেম্পু, ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। এছাড়াও  ব্যক্তিগত গাড়ি  ওই সড়ক দিয়ে চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি বেহাল অবস্থায় পরিণত হয়েছে। সড়কটির দুই পাশের মাটি সরে গেছে এবং কার্পেটিং উঠে কাদামাটি, খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া ওই সড়কের রামচন্দ্রপুর থেকে দুই কিলোমিটার রাস্তা বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে চলাচলে যেমন বিঘ্ন ঘটছে ও নষ্ট হচ্ছে যানবাহন তেমনি ঘটছে দুর্ঘটনাও। দুর্ঘটনা রোধে কখনো স্থানীয় লোকজন ব্যক্তি উদ্যোগে কখনো এলজিইডির উদ্যোগে ইট দিয়ে কিছু খানাখন্দ ও গর্ত ভরাট করে থাকে। কিন্তু বৃষ্টি হলেই তা উঠে গিয়ে ফের আগের অবস্থায় ফিরে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও আশানুরোপ কোনো ফল পাওয়া যাচ্ছে না। ফলে ওই সড়ক দিয়ে চলাচলে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পিকআপ চালক রাশেদ হোসেন, সিএনজি চালক হাসেম মন্ডল, প্রাইভেটকার চালক রুবেল বলেন, এই সড়কের খানাখন্দ, ছোট-বড় গর্ত হওয়ায় অতিঝুঁকিপূর্ণ। যার কারণে ঠিকমতো যানবাহন চলাচল করতে পারছে না। বিভিন্ন সময় যানবাহনও বিকল হয়ে পড়ছে। এছাড়া সড়কে প্রশস্ততা কম থাকায় গাড়ি পাশ কাটাতে আগে থেকে নির্দিষ্টস্থানে থামতে হয়। অথবা একটি পেছনে যেতে হচ্ছে। এসব কারণে গন্তব্যস্থানে পৌঁছতে অনেক সময় লাগছে। আবার অনেক সময় দুর্ঘটনার কবলে পড়ে অকালে প্রাণ হারাচ্ছেন কেউ না কেউ। ওই এলাকার নূর মোহাম্মদ জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা ভোটের সময় ভোট নিতে আসেন তারপর এলাকার কোনো খবর রাখেন না। কালিয়াকৈর উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল জানান, ওই সড়কটি  খারাপ হয়েছে শুনেছি তাই আগামী এক মাসের মধ্যে টেন্ডার হবে। টেন্ডার হলেই পুরো রাস্তা নতুন করে কাজ করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর