বুধবার, ১৬ জুন, ২০২১ ০০:০০ টা

পাবনায় সেই অস্ত্রের লাইসেন্স বাতিল চায় তদন্ত কমিটি

গণপূর্ত ভবনে মহড়া

পাবনা প্রতিনিধি

পাবনায় সেই অস্ত্রের লাইসেন্স বাতিল চায় তদন্ত কমিটি

পাবনায় গণপূর্ত ভবনে ৬ জুন অস্ত্র নিয়ে আওয়ামী লীগ দলীয় কতিপয় ব্যক্তির মহড়ার ঘটনা তদন্তে অস্ত্র আইনের শর্ত ভঙ্গের প্রমাণ পাওয়া গেছে। তাই সেই অস্ত্রগুলোর লাইসেন্স বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি। পুলিশের তদন্ত কমিটির রিপোর্ট গতকাল জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেয়নি গণপূর্ত কর্র্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজ ফাঁস হওয়া নিয়ে অভিযুক্ত অস্ত্রধারীদের লোকজন খোঁজখবর করায় আতঙ্কিত হয়ে পড়েছেন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, পুলিশ নিজ উদ্যোগে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিষয়টি তদন্ত শুরু করে। ঠিকাদারদের প্রদর্শিত অস্ত্রও জব্দ করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে, অস্ত্র আইনের শর্ত বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ। আমরা বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারের প্রমাণ মেলায় প্রদর্শিত অস্ত্রগুলোর লাইসেন্স বাতিলের সুপারিশ করেছি। তিনি আরও বলেন, ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়  কেবল জানমালের নিরাপত্তার স্বার্থে। সরকারি দফতরটিতে জানমালের ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা ছিল না।

তাদের সঙ্গে ২৫ থেকে ৩০ জন লোকও ছিল। অস্ত্রের মালিকরা সেখানে অস্ত্র বহনের যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেননি।

পাবনা জেলা প্রশাসক, কবীর মাহমুদ বলেন পুলিশি তদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার বিষয়টি প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর