শুক্রবার, ১৮ জুন, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

‘নদী দখল দূষণ নিয়ে অতীতে কোনো সরকার কাজ করেনি’

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের শত শত নদীর নব্য সংকট, দখল, দূষণ নিয়ে অতীতের কোনো সরকার কাজ করেনি। শেখ হাসিনার সরকার শুধু এ বিষয়ে কাজ করে যাচ্ছে।’ পটুয়াখালী নদীবন্দর পরিদর্শন শেষে গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, প্রতিটি জেলায় নদী রক্ষায় আমাদের কমিটি রয়েছে। তিন দিন আগে জাতীয় সংসদে নদী রক্ষা কমিশনের বক্তব্য উত্থাপন করা হয়েছে। আমরা ঢাকা, চট্টগ্রাম টার্গেট করে কাজ করছি। পর্যায়ক্রমে দখলদারদের উচ্ছেদ করব। এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। -পটুয়াখালী প্রতিনিধি

 

বকেয়া ভাতা দাবি প্রাথমিক শিক্ষকদের

মাদারীপুুরে ডিপ্লোমা-ইন-প্রাইমারি এডুকেশন (ডিপিএড) ২০২০-২০২১ সালের বকেয়া প্রশিক্ষণ ভাতা দাবিতে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শহরের চরমুগরিয়া এলাকায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সামনে গতকাল মানববন্ধনে অংশ নেন পিটিআইয়ের ৪৫৬ জন প্রশিক্ষণার্থী। শিক্ষক নেতারা বলেন, ডিপিএড ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রশিক্ষণার্থীরা ১ জানুয়ারি ২০২০ থেকে ১৬ মার্চ ২০২০ পর্যন্ত সশরীরে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন। করোনার কারণে ২১ এপ্রিল ২০২০ তারিখ থেকে অনলাইন প্ল্যাটফরমে ডিপিএড অনুশীলন কার্যক্রমে অংশগ্রহণ করেন। তাছাড়া প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় টার্মে সশরীরে উপস্থিত হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। শিক্ষকরা বলেন, ১ জানুয়ারি ২০২০ থেকে ৩০ জুন ২০২০ পর্যন্ত প্রশিক্ষণের ৬ মাসের ভাতা পেলেও ১ জুলাই ২০২০ থেকে অদ্যবধি ১২ মাসের ভাতার অর্থ পাননি তারা।              -মাদারীপুর প্রতিনিধি

 

চালককে হত্যা করে অটো ছিনতাই

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় চালককে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার পিলকুনি মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি। মরদেহ নারায়ণগঞ্জ ১০০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফতুল্লা মডেল থানার এসআই আবদুর রাজ্জাক জানান, ধারণা করা হচ্ছে রাতে যাত্রীবেশে ছিনতাইকারীরা অটোরিকশাটি ভাড়া করে পাগলার দিকে যাচ্ছিল। পথে তারা চালককে মারধর করে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ায় চেষ্টা করে। একপর্যায়ে তাকে গলা কেটে হত্যার পর অটোরিকশাটি নিয়ে যায়।            -নারায়ণগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর