শুক্রবার, ১৮ জুন, ২০২১ ০০:০০ টা

শ্লীলতাহানির শাস্তি তিন থাপ্পড়

নওগাঁ প্রতিনিধি

মেয়ের শ্লীলতাহানির অভিযোগ নিয়ে মাতব্বরের কাছে যান নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের এক কৃষক। এরপর সালিশ ডেকে অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি হিসেবে তিনটি থাপ্পড় ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার রাতে ওই সালিশ হয়। অভিযুক্ত ব্যক্তির নাম খোদাবক্স মন্ডল। ভিকটিমের স্বজনদের অভিযোগ, খোদাবক্স প্রভাবশালী ব্যক্তি হওয়ায় এমন বিচার মেনে নিতে হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর ভাই ও ভাবি বলেন, সালিশে শ্লীলতাহানির সত্যতা পাওয়ার পরও দোষী ব্যক্তিকে উপযুক্ত সাজা দেওয়া হয়নি। বিচারের সিদ্ধান্ত মেনে নিতে জোর করে সাদা স্ট্যাম্পে বোন ও বাবার স্বাক্ষর করে নেওয়া হয়। জরিমানার টাকাও মাতব্বর সেকেন্দার নিজের পকেটে রেখে দিয়েছেন। এ বিষয়ে সেকেন্দার বলেন, গ্রামের লোকজনের উদ্যোগে সালিশ বসে। উপস্থিত সবার সিদ্ধান্তে দোষী ব্যক্তির ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সবাই সিদ্ধান্ত নেন জরিমানার টাকা আমার (সেকেন্দার) কাছে রাখার। সেই টাকা ওই ছাত্রীর বিয়েতে খরচ করা হবে। কারণ মেয়ের বাবা খুব গরিব। টাকা তার হাতে দিলে খরচ করে ফেলবে। শ্লীলতাহানির ঘটনায় সালিশের বিষয়ে মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, তিনি এ ঘটনা সম্পর্কে কিছু জানেন না। থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, গত ১০ জুন বিকালে ওই ছাত্রী বাড়িতে নিজের কক্ষে একা ছিল। তখন প্রতিবেশী খোদাবক্স ঘরে ঢুকে তার শ্লীলতাহানির চেষ্টা করেন।

কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে খোদাবক্স পালিয়ে যান।

সর্বশেষ খবর