শনিবার, ১৯ জুন, ২০২১ ০০:০০ টা

হিলিতে কমেছে পাথর আমদানি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি কমে গেছে। আগে যেখানে প্রতিদিন গড়ে ৮০ থেকে ৮৫ ট্রাকে ভারতীয় পাথর আমদানি হতো, এখন আমদানি হচ্ছে ১০ থেকে ১২ ট্রাক। চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় দাম বেড়েছে পাথরের। আমদানিকারক ব্যবসায়ীরা বলছেন এ সংকট অল্পদিনেই কাটিয়ে উঠবে বলে জানান তারা।

ফারাক্কার পাশের কাঠের ব্রিজ ভেঙে পড়ায় পাথর আমদানি বন্ধ হয়ে গেছে। চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় ভারতীয় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সব ধরনের পাথরের দাম বাড়িয়ে দিয়েছে। আর এ দিকে হঠাৎ করেই সুযোগ বুঝে পাথরের দাম বাড়িয়ে দিয়েছে স্থানীয় সুবিধাভোগী ব্যবসায়ীরা বললেন, পাথর কিনতে আসা এনামুল হক। হিলি স্থলবন্দরের পাথর আমদানিকারক সংগঠনের সাধারণ সম্পাদক মিঠু জানান, ভারতের ফারাক্কা থানার অন্তর্গত এনসিপি পুলিশ ফাঁড়ি সংলগ্ন নিশিন্ধারা এলাকায় কাটা ব্রিজ (কাঠের সাঁকো) ভেঙে পড়ায় ফারাক্কা থেকে পাথর আমদানি বন্ধ হয়ে গেছে। এদিকে ঝাড়খন্ড ও পাকুরের পাথর বেশি রাস্তা ঘুরিয়ে সে দেশের রফতানিকারকরা অল্প পরিমাণ পাথর বেশি ভাড়া দিয়ে আমদানি করছেন। যার ফলে ভারতেই পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছ্ েকিছুটা। ফলে হিলি স্থলবন্দরে টনপ্রতি ৮ থেকে ১০ টাকা দাম বেড়ে গেছে। হিলি স্থলবন্দরের পাথর আমদানিকারক সংগঠনের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, ভারতের বিভিন্ন রাজ্যে চলছে লক-ডাউন আর ব্রিজ নষ্টের কারণে আমদানি কমে যাওয়ায় কিছুটা দাম বেড়েছে। অবশ্যই অল্পদিনেই দাম কমে আসবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর