রবিবার, ২০ জুন, ২০২১ ০০:০০ টা

বিএনপি জনরায়কে ভয় পায়

জাহাঙ্গীর কবির নানক

লক্ষীপুর প্রতিনিধি

বিএনপি জনরায়কে ভয় পায়

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘বিএনপি নির্বাচনে জনরায়কে ভয় পায়। সেজন্য কোনো নির্বাচনে অংশ গ্রহণ করে না। এ দলটি রাজনৈতিক স্বকীয়তা হারিয়ে ফেলেছে। তারা ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছে। বিএনপি আজ নেতৃত্বহীন ও অস্তিত্বহীন হয়ে পড়েছে। ২০০৮ সাল থেকে বিএনপি যে নৈরাজ্যের পথে পা বাড়িয়েছে, সে নৈরাজ্যকর পরিস্থিতির কারণে বিএনপির অপমৃত্যু হতে বাধ্য। একথা আমরা বার বার বলে আসছি। এখনো বলছি, নির্বাচনে অংশ গ্রহণ করার মতো জনগণের প্রতি আস্থা বিশ্বাস তারা হারিয়ে ফেলেছে। সে কারণে বিএনপি আজ জনরায়কে ভয় পায়। আর জনগণকে ভয় পায় বলেই বিএনপি উপ-নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশ গ্রহণ করতে আতঙ্কবোধ করে। তিনি গতকাল দুপুরে লক্ষীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের উপ-নির্বাচন উপলক্ষে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। শুধু উপ-নির্বাচনেই নয় আগামী সংসদ নির্বাচনেও শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরে নৌকাকে বিজয়ী করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্‌বান জানান তিনি। জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে নৌকার প্রার্থীর পক্ষে দলীয় নেতা কর্মীদের সঙ্গে আয়োজিত এ মতবিনিময় সভায় জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কুর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন লক্ষীপুর-২ আসনের এমপি প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

এ সময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ ও পৌর মেয়র আবু তাহের প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর