শিরোনাম
রবিবার, ২০ জুন, ২০২১ ০০:০০ টা

মসজিদের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকাসহ সোনা

কিশোরগঞ্জ প্রতিনিধি

মসজিদের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকাসহ সোনা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে ১২ বস্তা টাকা। গণনার পর এর অংক দাঁড়ায় ২ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার ৭৭৯ টাকা। গণনায় ২১৬ জনের ৯ ঘণ্টা সময় লাগে। ছাড়াও অনেক স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে দানবাক্সে। জানা গেছে, গতকাল সকাল ৮টা থেকে গণনা শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত উদ্দিন ভূঁইয়া গণনা শেষে এ প্রতিবেদককে জানান, এবার চার মাস ২৭ দিন পর মসজিদের দানবাক্স খোলা হয়। এর আগে গত ২৩ জানুয়ারি দানবাক্স খোলা হয়েছিল। তখন ২ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫৪৫ টাকা এবং স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গিয়েছিল। তিনি আরও জানান, জেলা প্রশাসক মো. শামীম আলম গণনা চলাকালে মসজিদ পরিদর্শন করেন। গণনা তদারকি করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনসহ চারজন ম্যাজিস্ট্রেট। টাকা গণনায় অংশ নেন মাদরাসার ১১২ জন ছাত্র, পাগলা মসজিদের ৩৪ জন স্টাফ, ১০ জন আনসার ও রূপালী ব্যাংকের ৬০ জন কর্মকর্তা ও কর্মচারী। প্রথমে আটটি সিন্দুকের টাকা ১২টি বড় বস্তায় ভরা হয়। পরে মসজিদের মেঝেতে রেখে গণনার কাজ শুরু হয়। টাকার পাশাপাশি দানবাক্সে পাওয়া গেছে স্বর্ণালঙ্কার এবং বৈদেশিক মুদ্রা। তিনি জানান, সাধারণত দানকৃত টাকায় পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের খরচ চালিয়ে অবশিষ্ট টাকা জমা রাখা হয় রূপালী ব্যাংকে।

দানের টাকা থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানায় অনুদান দেওয়া হয়। এ ছাড়া অসহায় ও জটিল রোগে আক্রান্তদেরও সহায়তা দেওয়া হয়।

সর্বশেষ খবর