রবিবার, ২০ জুন, ২০২১ ০০:০০ টা

বরিশালে সিনোফার্মার ভ্যাকসিন প্রদান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সারা দেশের মতো বরিশালেও চীনের সিনোফার্মার উৎপাদিত করোনার ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা টিকা প্রদান কেন্দ্রে গতকাল এ কার্যক্রম শুরু হয়। প্রথম পর্যায়ে সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী, সরকারি নার্সিং শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে।

এ ছাড়া সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী এবং চীনা নাগরিকরা এই দফায় টিকা পাবেন। টিকা দিতে পেরে সন্তুষ্টির কথা জানিয়েছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানান, এই দফায় বরিশালে ৩৯ হাজার ৬০০ চীনের সিনোফার্মের টিকা এসেছে। সরকারি নির্দেশনা অনুসারে টিকা প্রদান শুরু হয়েছে। টিকার পরিমাণ কম হওয়ায় একটি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। আগামীতে আরও টিকা এলে সর্বসাধারণকে টিকার আওতায় আনার কথা জানান, শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।

সর্বশেষ খবর