রবিবার, ২০ জুন, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে হবে : মির্জা আজম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, প্রতিবন্ধীদের সুপ্ত প্রতিভাকে দমিয়ে না রেখে, সমাজের মূল স্রোতধারার সঙ্গে সম্পৃক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। অনেক শারীরিক প্রতিবন্ধী রয়েছে যাদের বুদ্ধিমত্তা এবং সৃজনশীল কাজ আমাদের মতো সুস্থ-স্বাভাবিক মানুষের চেয়েও সমৃদ্ধ। তারা আমাদের মতো সুযোগ পেলে প্রত্যেকেই দেশের সম্পদে পরিণত হবে। আর সেই লক্ষ্যে প্রতিবন্ধীদের জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। প্রতিবন্ধীদের জন্য সাধারণ ও কারিগরি শিক্ষা গ্রহণের ব্যবস্থার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিচ্ছেন। গতকাল বিকালে জামালপুর সুইট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানুসহ বিদ্যালয়ের  প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।                 -জামালপুর প্রতিনিধি

 

গাজীপুরে যানজট রোধে আজ চালু তুরাগ ট্রেন

গাজীপুরের যানজট রোধে দীর্ঘদিন বন্ধ থাকা তুরাগ ট্রেন আজ থেকে চালু করা হচ্ছে। সকাল সাড়ে ৭টায় গাজীপুর থেকে ছেড়ে টঙ্গী হয়ে ঢাকা পৌঁছবে এ ট্রেন। সন্ধ্যায় ফের ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে টঙ্গী হয়ে গাজীপুরে পৌঁছবে। এছাড়া কালিয়াকৈর ডেমু ট্রেনটি গাজীপুর কালিয়াকৈর থেকে ছেড়ে ঢাকা কমলাপুর স্টেশন পৌঁছবে। ওই ট্রেনটি আবার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে টঙ্গী হয়ে কালিয়াকৈর আসবে। টাঙ্গাইল রুটের কমিউটার ট্রেনটিও গাজীপুর স্টেশনে থামবে। টঙ্গী রেলস্টেশন মাস্টার হালিমুজ্জামান বলেন, গাজীপুরের যানজট রোধে বন্ধ থাকা তুরাগ ট্রেন ও কালিয়াকৈর ডেমু ট্রেনটি চালু করা হচ্ছে। স্থানীয় এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, টঙ্গী ও গাজীপুরের মানুষকে যানজটের ভোগান্তি থেকে রক্ষা করতে বন্ধ থাকা ট্রেনগুলো চালুর ব্যবস্থা করা হয়েছে। এই ট্রেন চললে দুর্ভোগ অনেকটাই কমবে।       -টঙ্গী প্রতিনিধি

 

গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় জোসনা (৩৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ফতুল্লা থানাধীন ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় শ্বশুরবাড়ি থেকে গতকাল তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জোসনার স্বামী ইলিয়াসকে আটক করা হয়েছে। স্বজনদের দাবি, পরকীয়া সম্পর্কের জেরে স্বামী পরিকল্পিতভাবে শ্বাসরোধে জোসনাকে হত্যা করে মরদেহ ঘরে ফেলে রেখেছে। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শাহাদাত জানান, গৃহবধূ জোসনার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ইলিয়াসকে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।     -নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

মুন্সীগঞ্জের সদর উপজেলার কোটগাঁও এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল এ ম্যুরাল উদ্বোধন করেন। একই সঙ্গে ১০০ জন বীর মুক্তিযোদ্ধার রণাঙ্গনের শত স্মৃতি ও স্মরণিকা মোড়াল উদ্বোধন করেন তিনি। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জেলায় প্রথম বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপন করা হয়। এ সময় প্রধান অতিথিকে জেলা প্রশাসক এবং মুন্সীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী প্রমুখ।           -মুন্সীগঞ্জ প্রতিনিধি

 

গ্যাস বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

গাজীপুরে রান্নাঘরে গ্যাস বিস্ফোরণে এক কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম সোহাগ (২২)। তিনি নীলফামারীর ডোমার থানাধীন চিলাহাটি প্রধানপাড়ার কাওসার আহমেদের ছেলে। স্থানীয়রা জানান, গাজীপুর সিটি করপোরেশনের ছয়দানা হারিকেন রোড এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি স্টিল মিলে চাকরি করতেন সোহাগ। শুক্রবার রাত ১১টার দিকে বাসার রান্নাঘরে চুলা জ্বালানোর সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায়। আগুনে ঘরের মালামালসহ সোহাগ দগ্ধ হন। এলাকাবাসী এসে আগুন নেভান এবং গুরুতর আহত সোহাগকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় তিনি মারা যান। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার এসআই সাইফুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে ঘরে জমে যায়। ফলে চুলা জ্বালানোর সময় এ দুর্ঘটনা ঘটে।              -গাজীপুর প্রতিনিধি

ফ্ল্যাটে অগ্নিকান্ডে মা-মেয়ে দগ্ধ

গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনের একটি ফ্ল্যাটে অগ্নিকান্ডে মা-মেয়ে দগ্ধ হয়েছেন। উপজেলার মুলাইদ গ্রামের দেলোয়ার হোসেনের পাঁচতলা ভবনে গতকাল এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ মা ও মেয়েকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। অগ্নিদগ্ধরা হলেন- ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া গৃহবধূ সোনিয়া জান্নাত (২৬) ও তার শিশুকন্যা হুমাসা জান্নাত (২)। বাড়ির মালিক দেলোয়ার হোসেন জানান, শনিবার বেলা ১১টার দিকে পাঁচ তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে বিকট শব্দে আগুন লাগে। নিজস্ব ব্যবস্থাপনাই আগুন নেভানো সম্ভব হয়েছে। দগ্ধদের চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় আল হেরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. হুমায়ুন কবির জানান, মায়ের ৫০ শতাংশ ও শিশুর ৬০ শতাংশ পুড়ে গেছে। শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রায়হান চৌধুরী বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। টঙ্গীতে গুদামে আগুন : টঙ্গী প্রতিনিধি জানান, গাজীপুরের টঙ্গীতে একটি গুদামে গতকাল অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইকবাল হাসান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎস। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।   -শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর