রবিবার, ২০ জুন, ২০২১ ০০:০০ টা

করোনা রোগীকে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবে পুলিশ

জয়পুরহাট প্রতিনিধি

করোনা রোগীকে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবে পুলিশ

জয়পুরহাট জেলা পুলিশের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার সেবা চালু করা হয়েছে। করোনায় আক্রান্ত গরিব অসহায় দরিদ্র মানুষ যেন অক্সিজেনের অভাবে তার চিকিৎসা কার্যক্রম ব্যাহত না হয়। এ জন্য করোনায় শ্বাসকষ্টের রোগীদের কাছে বিনামূল্যে দ্রুত অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিবে পুলিশ। গতকাল দুপুরে জয়পুরহাট জেলা পুলিশ লাইনসে এ কার্যক্রমের উদ্বোধন করেন জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহেম্মদ ভূঞা। ওই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জেলায় দিন দিন করোনা রোগী বৃদ্ধি পাচ্ছে। করোনায় আক্রান্ত অনেক গরিব অসহায় রোগী আর্থিক সংকটের কারণে ভালো চিকিৎসা করতে পারছেন না। অনেক করোনা রোগী বাড়িতে শ্বাসকষ্টে ভুগছেন। তাদের জন্য এই অক্সিজেন সিলিন্ডার। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কয়েকজনকে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। জেলার যে কোনো করোনা রোগী শ্বাসকষ্টে কষ্ট পেলে খবর পাওয়া মাত্র জেলা পুলিশের পক্ষ থেকে প্রশিক্ষিত পুলিশ গিয়ে তার অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে দিয়ে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করবেন রোগীকে। ২০ টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে এ অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু করা হয়েছে।

প্রয়োজনে আরও বাড়ানো হবে। দিন রাত যে কোনো সময়ে ০১৭৩৭ ৫৯৯ ৬৬৬ নম্বর মোবাইলে যোগযোগ করা হলে তা পৌঁছে যাবে ওই রোগীর কাছে। এই অনুষ্ঠানে জেলার ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর