রবিবার, ২০ জুন, ২০২১ ০০:০০ টা

কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের বাখরপাড়া থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। প্রাচীন মূর্তিটি আদালতের মাধ্যমে প্রত্নতত্ত¡ বিভাগে হস্তান্তর করা হবে। ধামইরহাট থানার ওসি আব্দুল মমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে পুলিশের একটি দল এই মূর্তি উদ্ধার করে। আগ্রাদ্বিগুন ইউনিয়নের বাখরপাড়া (হঠাৎপাড়া) গ্রামে অভিযান চালায়।

এ অভিযানে ওই গ্রামের সিরাজুল ইসলামের বাড়ির পূর্ব পাশে রাস্তার ধারে খাঁপুর গ্রামের কৃষক আজিজার রহমান তার কৃষি জমিতে অন্য জায়গা থেকে মাটি কাটার সময় পরিত্যক্ত অবস্থায় কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তির সন্ধান পান। তবে বিষ্ণুমূর্তিটির ডান হাত ও হাঁটু ভাঙ্গা ছিল। যার ওজন পাঁচ কেজি ৪৪০ গ্রাম। ধারণা করা হচ্ছে ৬০০ থেকে ৭০০ বছরের পুরাতন এ মূর্তিটি হিন্দু সম্প্রদায়ের দেবতা ছিল। মূর্তিটি আদালতের মাধ্যমে প্রত্নতত্ত¡ বিভাগের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে ধামইরহাট থানায় একটি সাধারণ ডায়েরি  করা হয়েছে।

সর্বশেষ খবর