সোমবার, ২১ জুন, ২০২১ ০০:০০ টা

নরসিংদীতে ট্রাক-মাইক্রো সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচজন নিহত

প্রতিদিন ডেস্ক

নরসিংদীতে ট্রাক-মাইক্রো সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচজন নিহত

দেশের বিভিন্ন স্থানে গতকালও সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। এরমধ্যে নরসিংদীতে পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী আঞ্চিলিক সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো বিবরণ- নরসিংদী : গত শনিবার দিনগত রাত ১২টার দিকে নরসিংদীর পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী সড়কের নরসিংদী সাকুরার মোড়ে দ্রুতগামী ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতরা হলেন- সাভার জেলার আশুলিয়ার জিরাবো এলাকার আবদুর রশিদের স্ত্রী রুবি আক্তার (৩৩), তার মেয়ে রাইমা খান (৫), শাশুড়ী রোকেয়া আক্তার (৫২), রুবি আক্তারের ভাসুরের স্ত্রী  মুক্তি আক্তার (৩০) ও তার ছেলে সাদিকুল (৮)। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক সাগর বলেন, দুর্ঘটনায় নারী ও শিশুসহ পাঁচজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। সাভার (ঢাকা) : আশুলিয়া ও সাভারে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গতকাল ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড ও আশুলিয়ার নিরিবিলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আছিয়া বেগম (২৮) নীলফামারী জেলার সৈয়দপুর থানার সাতপাই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। তিনি কাঁঠালবাগান এলাকায় একটি বাসায় ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন। অন্যদিকে সাভারে নিহত ট্রাকচালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফেনী : অটোরিকশার ধাক্কায় রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে এ দুর্ঘটনা ঘটে। সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আমিন উদ্দিন বাজারে আবুল কালামের ফল বিক্রির একটি দোকান আছে। মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় মাজেদা বেগম (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম : নগরের পাহাড়তলী থানা এলাকায় কাট্টলী টোল রোডে ট্রাকের সঙ্গে সংঘর্ষে কনটেইনারবাহী লরির হেলপার নিহত হয়েছেন। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজার : কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১০ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে পেকুয়া-বাঁশখালী সড়কে বারবাকিয়া কাদিমা কাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন ছাবের আহমদ (৫৫)। তার বাড়ি কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের লাল ফকির পাড়ায়। স্থানীয় লোকজন জানান, সকালে পেকুয়া থেকে যাত্রী নিয়ে সান লাইন পরিবহনের একটি বাস বাঁশখালী হয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। সড়কের বারবাকিয়া কাদিমা কাটা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সান লাইন পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছাবের আহমদ ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় উভয় বাসের অন্তত ১০ যাত্রী।

সর্বশেষ খবর