সোমবার, ২১ জুন, ২০২১ ০০:০০ টা

ভাগিদার ৯ জন, টাকা একজনের পকেটে!

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরের মশিন্দা ইউনিয়নের রানীগ্রামে প্রতারণা করে মাছ চাষ ও মাটির ব্যবসার ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য মোজাহার সরকারের বিরুদ্ধে। জানা যায়, মোজাহারের আপন ভাই সাইদুর, চাচাতো ভাই সাইফুল, সেলিম, শফিকুলসহ ৯ জন ওই টাকার ভাগিদার। গত বছর তারা যৌথভাবে পুকুরে মাছ চাষ এবং মাটির ব্যবসা করেছেন। ওই ব্যবসার পাওনা ২০ লাখ টাকা তাদের না দিয়ে মোজাহার আত্মসাৎ করেন। গতকাল টাকার জন্য জোর দাবি জানালে মোজাহার লোকজন নিয়ে ভাগিদারদের তাড়া করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুপুরেই ভুক্তভোগীদের পক্ষে বাদী হয়ে থানায় অভিযোগ দেন বকুল সরকার। সংশ্লিষ্ট প্রশাসনকে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন স্থানীয় মশিন্দা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।

মোজাহার অভিযোগ অস্বীকার করে বলেন, মামলা মোকদ্দমায় যা রায় হয় মেনে নেব। গুরুদাসপুর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর