সোমবার, ২১ জুন, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সিলেটে ট্রিপল মার্ডার

গৃহকর্তা হিফজুর রিমান্ডে

সিলেটের গোয়াইনঘাটে আলোচিত ‘ট্রিপল মার্ডার’র ঘটনায় গৃহকর্তা হিফজুর রহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। গতকাল রবিবার গোয়াইনঘাট আমলি আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন জানান তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক অঞ্জন কান্তি দাস তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, গতকাল সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা ছাড়পত্র দেন হিফজুর রহমানকে। পরে হাসপাতাল থেকে এনে তাকে আদালতে তোলা হয়। আদালতের কাছে মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়াইনঘাট থানার পরিদর্শক দিলীপ কান্ত নাথ সাত দিনের রিমান্ডের আবেদন জানান। বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত শনিবার স্ত্রী ও দুই শিশু সন্তান হত্যা মামলায় হাসপাতালে চিকিৎসাধীন হিফজুর রহমানকে গ্রেফতার দেখায় পুলিশ। ওসি আবদুল আহাদ জানান, হত্যাকান্ডের পূর্বাপর ঘটনা ও আলামতে পুলিশ নিশ্চিত হয়েছে হিফজুরই কুপিয়ে তার স্ত্রী আলেমা বেগম এবং শিশু সন্তান মিজানুর রহমান ও আনিশাকে খুন করেছেন।      - নিজস্ব প্রতিবেদক, সিলেট

 

স্কুল মাঠে যুবকের লাশ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হাজীগঞ্জে নিখোঁজের ১৩ ঘণ্টা পর হৃদয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় আঘাতের দাগ আছে। উদ্ধারের সময়ে মাথায় রক্ত ছিল। পরিবারের অভিযোগ, মোবাইল ফোনে ডেকে নেওয়ার পরেই তাকে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় তারা তিনজনকে দুষছেন। ওই তিনজনসহ হৃদয় নিজেও মাদকাসক্ত জানা গেছে। গতকাল বিকালে হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে হৃদয়ের লাশ উদ্ধার করা হয়। হৃদয় একই এলাকার খোকন মিয়ার ছেলে। করোনার কারণে স্কুলটি বন্ধ রয়েছে। সেখানে মাদকাসক্তরা আড্ডা দিত। হৃদয়ের বড় ভাই রনি জানান, শনিবার গভীর রাতে হৃদয়ের মোবাইলে ফোন আসে। পরে হৃদয় বাসা থেকে বের হয়ে যায়। রাতে আর ফিরেনি। সে মূলত পারভেজ, সেকান্দার, মাহাবুবসহ আরও কয়েকজনের সঙ্গে চলাফেরা করত।            -নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

চাঁদপুরে ১৫ মণ পাঙ্গাশ পোনা জব্দ

চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের টহলদল অভিযান চালিয়ে দক্ষিণাঞ্চল থেকে আসা ঢাকাগামী এমভি ফারহান-৪ লঞ্চ থেকে ১৫ মণ পাঙ্গাশ পোনা জব্দ করেছে।  গতকাল দুপুরে কোস্ট গার্ড দফতরের কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক  এসব তথ্য নিশ্চিত করেন। গত শনিবার চাঁদপুরের মেঘনা মোহনায় গোপন সংবাদে অভিযান চালিয়ে এসব পাঙ্গাশের পোনা জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মোহনায় হাতিয়া থেকে ঢাকাগামী এম ভি ফারহান-৪ লঞ্চে অভিযান চালিয়ে ১৫ মণ পাঙ্গাশ মাছের পোনা জব্দ করা হয়। এ সময় পাঙ্গাশ মাছের পোনার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে রবিবার দুপুরে পাঙ্গাশের পোনাগুলো গরিবদের মধ্যে বিতরণ করা হয়।                -চাঁদপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর